মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
মির্জ্জা আজিজুল ইসলাম

খেলাপি ঋণ কমাতে যোগসাজশ বন্ধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

খেলাপি ঋণ কমাতে যোগসাজশ বন্ধ করতে হবে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেছেন, খেলাপি ঋণ কমাতে হলে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের যোগসাজশ বন্ধ করতে হবে। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে খেলাপি ঋণ বাড়তেই থাকবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ড. এ. বি. মির্জ্জা আজিজ আরও বলেন, ‘খেলাপি ঋণের যে পরিমাণের কথা বলা হচ্ছে, সেটা প্রকৃত খেলাপি ঋণের চেয়ে অনেক কম। এটা একটা আন্ডার স্টেটমেন্ট। তথাকথিত খেলাপি ঋণ না হলেও যে সব ঋণ পুনঃতফসিল করা হয়েছে, অথবা মামলা-মোকদ্দমায় আটকে আছে। এ ধরনের ঋণের হিসাব করলে খেলাপি ঋণের মাত্রা অনেক বেশি।’ তিনি বলেন, ‘তাহলে সমাধান কি? কীভাবে কমতে পারে খেলাপি ঋণ? এখন যেটা করতে হবে সেটা হলো; যারা ঋণখেলাপি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ব্যাংকে দেওয়া জামানত বাজেয়াপ্ত করতে হবে। এছাড়াও আদালতে যে সব মামলা আটকে আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে, যাতে অর্থ আদায় করা সম্ভব হয়।’ মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, ‘আর এসব কিছু করার জন্য রাজনৈতিক সদিচ্ছা খুবই প্রয়োজন। কারণ আমাদের দেশে যারা ব্যাংকের স্পন্সর (শেয়ার হোল্ডার) তারাই ব্যাংক থেকে ঋণ নেয়। এটা বন্ধ করতে হলে ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতাদের মধ্যে যে যোগসাজশ আছে, সেই যোগসাজশটা বন্ধ করতে হবে।’

সর্বশেষ খবর