মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশি বক্সারের কৃতিত্ব

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশি বক্সারের কৃতিত্ব

এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছেন বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা। গত শনিবার প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ক্যাটাগরি ফাইটে নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারান। বাংলাদেশের পেশাদার বক্সিং ইতিহাসে এটাই সর্বোচ্চ অর্জন। ৮ রাউন্ডের ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজেয় থাকার ছন্দটা ধরে রাখেন সুর। প্রো-বক্সিংয়ের এই টুর্নামেন্টের ৬ ক্যাটাগরিতে বাংলাদেশ ছাড়াও অংশ নেয় রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, নেপাল ও ভারতের ১৬ বক্সার অংশ নেন। শিরোপা জিতে দারুণ খুশি সুর ‘বাংলাদেশের হয়ে বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া আমার স্বপ্ন।’

সর্বশেষ খবর