মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভোটের বার্তায় শেখ হাসিনার আট সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

চলতি অক্টোবরে ভোটের বার্তা নিয়ে আটটি সমাবেশে যোগ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রাজধানী ঢাকায় দুটি, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, ফরিদপুর ও নরসিংদীতে একটি। প্রতিটি সমাবেশের আগে সরকারের মেগা প্রকল্প উদ্বোধন করবেন সরকার প্রধান। স্থানীয়দের ‘উন্নয়ন’ উপহার দিয়ে ভোট চাইবেন নৌকায়। উন্নয়ন প্রকল্প উদ্বোধনের এ কর্মসূচিতে জনস্রোত নামবে বলে আশা ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের। তারা বলছেন, মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের চাঙা করতে এবং সরকারের ধারাবাহিকতা বজার রাখার জন্য স্থানীয় লোকজন এবং দেশবাসীর কাছে আবারও সমর্থন চাইবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চলতি মাসে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমপক্ষে সাতটি জনসভায় অংশ নেবেন বলে আশা করছি। পরিবেশ-পরিস্থিতির ওপর এটা কমবেশি হতে পারে। এসব জনসভার আগে টানা সরকারে থাকার ফলে যেসব মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, সেগুলোর উদ্বোধন করা হবে। মূলত এটাকে আমি ‘ডেভেলপমেন্ট ডেমোনেস্ট্রেশন’ বলব। উন্নয়ন উপহার দিয়ে প্রতিদান হিসেবে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট চাইবেন বঙ্গবন্ধুকন্যা।’

জানা গেছে, সরকারের মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এ প্রকল্পের উদ্বোধন করা হবে আগামী ৭ অক্টোবর। থার্ড টার্মিনাল উদ্বোধন শেষে রাজধানীর কাওলা সিভিল অ্যাভিয়েশন মাঠে ঢাকা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ হলেও এটিও নির্বাচনী জনসভায় রূপ নেবে। এ ছাড়া সরকারের আরেকটি বড় প্রকল্প মেট্রোরেল। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন আগামী ২৩ অক্টোবর। মেট্রোরেল উদ্বোধন শেষে মতিঝিলের শাপলা চত্বরে ঢাকা বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্র শেখ হাসিনা। এ সভা সফল করতে ইতোমধ্যে জোর প্রস্তুতি শুরু করেছেন কেন্দ্রীয় নেতারা। এই বিভাগীয় সমাবেশে ঢাকা বিভাগের ১২ জেলা ও দুই মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেবেন। নির্বাচনের আগে চলতি মাসে এ দুটি সমাবেশকে জনসমুদ্রে রূপ দিতে চান দায়িত্বপ্রাপ্ত নেতারা।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নির্বাচনের আগে দলীয় সভানেত্রীর জনসভাকে সফল করতে আমরা সর্বাত্মক কাজ করছি। জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বড় বড় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেই দলীয় সভানেত্রী শেখ হাসিনা জনসভা করবেন। কাজেই দেশের উন্নয়নকামী জনগণ এই সমাবেশে অংশ নেবেন।’ বাংলাদেশের সক্ষমতার অন্যতম প্রতীক পদ্মা সেতু। নিজস্ব অর্থায়নে নির্মিত সেতু দেশের গর্বের প্রতীক, সক্ষমতার প্রতীক হিসেবেই বিশ্বে বিবেচিত। ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয় এই স্বপ্নের সেতু। এ সেতুটিতে রেল সেতুর কাজ বাকি ছিল। সে কাজও সম্পন্ন। আগামী ১০ অক্টোবর এটি উদ্বোধন হবে। ট্রেনে চড়ে রেল সেতুর উদ্বোধন করে ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সমাবেশ সফল করতে ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় উৎসাহ সৃষ্টি হয়েছে। এ সমাবেশই হয়তো নির্বাচনের আগে বৃহত্তর ফরিদপুরের সমাবেশ অনুষ্ঠিত হবে। নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার একমাত্র টানেলটি এখন বাংলাদেশের। চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুই পাড়কে একত্রিত করবে এ টানেল। আগামী ২৮ অক্টোবর এ টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানেল উদ্বোধন শেষে চট্টগ্রাম আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের এ জনসভা সফল করতে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এ ছাড়া চলতি মাসে খুলনা ও বরিশালে একটি করে বিভাগীয় সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিভাগেও কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকারপ্রধান। এ ছাড়া নরসিংদীর পলাশের ঘোড়াশালে দেশের সর্ববৃহৎ সার কারখানা উদ্বোধন শেষে সেখানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রীর জনসভা ছাড়াও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা সারা দেশে সাংগঠনিক সফর করবেন। উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগ দেবেন। এ প্রসঙ্গে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘চলতি মাসে দায়িত্বপ্রাপ্ত নেতারা সারা দেশ চষে বেড়াবেন। সাংগঠনিক সফরে বের হয়ে অভ্যন্তরীণ সমস্যা সমাধানের পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকা তুলে ধরবেন। জেলা-উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তৃতা করবেন।’

 

সর্বশেষ খবর