বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
মির্জা ফখরুল

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে ভুল ব্যাখ্যা আইনের

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে ভুল ব্যাখ্যা আইনের

গতকাল বিএনপি করে বিভাগীয় রোডমার্চ -বাংলাদেশ প্রতিদিন

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনের দোহাই দিয়ে তাঁর দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত করার সুযোগ নেই। তাঁকে বিদেশে চিকিৎসা না দিতে দিলে পরিণতি ভালো হবে না। মির্জা ফখরুল গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বক্তৃতা করছিলেন।

খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডনে দেওয়া এক বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর কথায় প্রমাণ হয় দেশে তিনি যা চান তাই হয়। খালেদা জিয়া আদালতের দন্ডপ্রাপ্ত হওয়ায় তিনি বিদেশ চিকিৎসা নিতে পারবেন না- মন্ত্রীদের এমন বক্তব্যের সমালোচনায় মির্জা ফখরুল বলেন, আসামিদের বিদেশে চিকিৎসার দৃষ্টান্ত নতুন না। ইতঃপূর্বে দেশে এবং বিদেশে এরকম দৃষ্টান্ত রয়েছে। সরকারের সদিচ্ছা এবং প্রকৃত মানবাধিকারবোধ থাকলে এটা সম্ভব। ওয়ান-ইলেভেন সরকারের সময় জরুরি আইনের মধ্যেও শেখ হাসিনা একজন ওয়ারেন্টের আসামি হয়ে বিদেশে চিকিৎসা নিয়েছেন। এখন তারাই খালেদা জিয়ার ব্যাপারে আইনের ভুল ব্যাখ্যা করছেন। জেএসডি নেতা আ স ম আবদুর রব দন্ডপ্রাপ্ত হয়ে জার্মানিতে চিকিৎসা নিতে গিয়েছেন। পাকিস্তানের নওয়াজ শরিফকেও দন্ডপ্রাপ্ত থাকা অবস্থায় ইমরান খানের সরকার বিদেশে চিকিৎসার সুযোগ দিয়েছে। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে গণতান্ত্রিক সব প্রক্রিয়া অব্যাহত থাকবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশনেত্রীর উন্নত চিকিৎসা করতে দিচ্ছে না। আমরা গণতান্ত্রিক উপায়ে নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। জনগণের আন্দোলনে এ সরকারের পতন ঘটবে। তখন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত হবে। মির্জা ফখরুলের কাছে সাংবাদিকের প্রশ্ন ছিল- খালেদা জিয়াকে জেলে রেখে বা অসুস্থ রেখে কোনো শর্তের বিনিময়ে বিএনপি আগামী নির্বাচনে যাবে কি না। জবাবে বিএনপি মহাসচিব বলেন, পরিষ্কার কথা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, কোনো শর্ত বা আপসের প্রশ্নই আসে না। অন্য এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব, নিয়মতান্ত্রিকভাবেই আন্দোলন করব। এর পরও যদি সরকার বাধা দেয়, তা হলেও আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর