শিরোনাম
বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বাণিজ্য বাড়াতে দ্রুত সই হবে সেপা : প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য বাড়াতে দ্রুত সই হবে সেপা : প্রণয় ভার্মা

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়াতে সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সেপা) দ্রুত সই হবে। এই চুক্তি ব্যবসার সুযোগ অন্বেষণে সাহায্য করবে।               

গতকাল রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রণয় ভার্মা বলেন, আমরা আগের থেকে অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাণিজ্য সম্পর্ক বাড়ানোর জন্য, মাল্টিমডাল সংযোগ উন্নত করতে হবে। উভয় দেশের বেসরকারি খাতগুলোর ব্যবসা একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য গঠনমূলক ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। যেহেতু বাংলাদেশ ভারতের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক অংশীদার, তাই ভিসা সুবিধাসহ যে কোনো বিষয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের সেবা দিতে ভারত প্রস্তুত। ভারতীয় হাইকমিশনার বলেন, ২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হতে চলেছে এবং এলডিসি গ্র্যাজুয়েশন-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে দ্বিপক্ষীয়ভাবে কাজ করতে হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে ভারসাম্যপূর্ণ বাণিজ্যের পরিমাণ দেখতে পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের ওপর জোর দেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, গত এক দশক ধরে দুটি দেশ অনেক ক্ষেত্রেই অগ্রগতি অর্জন করেছে। পারস্পরিক সহযোগিতা বাণিজ্য ও ব্যবসা বৃদ্ধির একমাত্র উপায়।

সর্বশেষ খবর