শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকা আমাদের জন্য ভালো : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকা আমাদের জন্য ভালো। তবে, সম্পর্ক ভালো বলে আমরা ভারতের সহযোগিতায় ক্ষমতায় থাকব এমন উদ্ভট ও আজব চিন্তা আমাদের মাথায় আসেনি। গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘তলে তলে আপস হয়ে গেছে’- এমন বক্তব্য দিয়ে আলোচনায় থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জানান, ওই  কথা বলে তিনি ভুল কিছু করেননি। ‘পাবলিক খায়’ বলেই বক্তব্যের সময় তিনি ‘তলে তলে’, ‘খেলা হবে’ এমন শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করেন। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছে, সে বিষয়ে এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে বলে আমি যা বলেছি, তা তো ভুল বলিনি। তিনি বলেন, একাত্তর থেকেই দিল্লি আমাদের পরীক্ষিত বন্ধু। স্ট্র্যাটেজিক পলিসিতে দিল্লিরও আমাদের দরকার, আমাদেরও দিল্লিকে দরকার। মাঝখানে ২১ বছর সম্পর্কের অবনতি আমাদের কারও জন্য ভালো হয়নি। ভারত অনেক বড় দেশ, তাদের ক্ষতি এতটা নেই যতটা ক্ষতি আমাদের হয়েছে। আমাদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক থাকলে আমাদেরও অনেক কিছু ভালো হতো। যেমন ধরুন, এখন বহুগুণ বেড়ে গেছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো বলে আমরা অন্যদের বৈরী করব তাও নয়। রাশিয়ার সহযোগিতায় আজকে আমরা পরমাণু ক্লাবের সদস্য হওয়ার গৌরব অর্জন করছি। তারপর জাপানের সহযোগিতায় ২৩ অক্টোবর আমাদের মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন হতে যাচ্ছে। এরপর চীনের সহযোগিতায় চট্টগ্রামে আমাদের আরেকটি মেগা প্রজেক্ট নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল উদ্বোধন হবে। কাজেই আমাদের নীতিই হলো সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে শত্রুতা নয়।

 

সর্বশেষ খবর