শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আলুর সিন্ডিকেট, কিছু করতে পারিনি

ফরিদপুর প্রতিনিধি

আলুর সিন্ডিকেট, কিছু করতে পারিনি

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ‘আলুতে আমরা স্বয়ংসম্পূর্ণ। আলুতে আমাদের ঘাটতি নেই। তারপরও সিন্ডিকেটের কারণে আমাদের মাঝেমধ্যে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

সিন্ডিকেট করে আলুর কোল্ড স্টোরেজগুলো (হিমাগার) সাধারণ মানুষের টাকা শুষে নিয়েছে। আমরা অসহায় হয়ে দেখেছি, কিচ্ছু করতে পারিনি। আমরা বেশি চাপ দিলে বাজার থেকে সব আলু তুলে নিয়ে যায়।’ গতকাল ফরিদপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফরিদপুর ও যশোর অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও জনপ্রিয় জাত সম্প্রসারণ এবং শস্য বিন্যাসে তেল ফসলের অন্তর্ভুক্তকরণ’ শীর্ষক এ কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। বক্তব্য রাখেন উপসচিব মোহাম্মদ রাজীব সিদ্দিকী, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার  মো. শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস প্রমুখ। কৃষিমন্ত্রী বলেন, ‘নির্বাচন সামনে রেখে দেশ অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে। ‘নানা চক্র এর পেছনে কাজ করছে। তারা আবার হুমকি দিচ্ছে, বাংলাদেশকে অচল করে  দেবে। তারা দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় ব্যস্ত। এই অপশক্তিকে মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন, কৃষক পিঁয়াজের ন্যায্য দাম পান না। আমরা পিঁয়াজ সংরক্ষণের জন্য একটি প্রযুক্তি উদ্ভাবন করেছি। ফরিদপুরে ৫০-৬০টির মতো ব্যবহার করা হচ্ছে। এটা খুব কার্যকরী। ভবিষ্যতে আমরা এ প্রযুক্তি আরও ব্যাপকভাবে ব্যবহার করতে চাই। সঠিকভাবে পিঁয়াজ সংরক্ষণ করতে পারলে ভবিষ্যতে আর পিঁয়াজ আমদানি করতে হবে না।’

সর্বশেষ খবর