রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভোটের প্রস্তুতি মাঠপ্রশাসনে

আলোচনায় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা

গোলাম রাব্বানী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে মাঠপ্রশাসন এবং নির্বাচন কমিশনের আঞ্চলিক ও জেলা কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন। ভোটার তালিকা, ভোট কেন্দ্রসহ মাঠপর্যায়ের নির্বাচনী প্রস্তুতির সব কাজ প্রায় শেষ হয়েছে। গতকাল নির্বাচন কমিশন আয়োজিত আঞ্চলিক-জেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় ভোটের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন মাঠকর্মকর্তারা। তবে ভোট প্রস্তুতির পাশাপাশি সুষ্ঠু ভোট অনুষ্ঠানে নানা সমস্যা নিয়েও আলোচনা করেন তাঁরা। বিশেষ করে সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক সমস্যাকেই বড় হিসেবে দেখছেন মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা। নির্বাচনের সময় পুলিশ ও প্রশাসন কতটুকু ইসির নিয়ন্ত্রণে থাকবে তা নিয়েও আলোচনা হয়েছে সভায়। সুষ্ঠু ভোটের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনে বেশকিছু সুপারিশ করেছেন কর্মকর্তারা। বৈঠকসূত্র জানিয়েছেন, ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা। অনেকেই বলেছেন ব্যালট পেপার ছাড়া অন্যান্য নির্বাচনী মালামাল আগে পাঠানোর কথাও। এ ছাড়া কর্মকর্তাদের পদ আপগ্রেড করা, বঞ্চিতদের পদোন্নতি, গাড়ি সমস্যাসহ বেশকিছু দাবি জানিয়েছেন তাঁরা। তবে নির্বাচন কমিশন এসব দাবির বিষয়ে তেমন কিছুই বলেনি সভায়। বৈঠকসূত্র জানিয়েছেন, সিইসি বৈঠকে জানতে চেয়েছিলেন সুষ্ঠু ভোট গ্রহণ এবং নির্বাচনে কারচুপি করার ক্ষেত্রে এজেন্টদের কী ধরনের ভূমিকা থাকে? তখন একজন কর্মকর্তা বলেন, ক্ষমতাসীন দলের পোলিং এজেন্ট অনেক সময় কেন্দ্রে প্রভাব বিস্তার করেন। এ সময় পুলিশ প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে দেখা যায় না। ভোট প্রস্তুতির মতবিনিময় সভা শেষে ইসির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৬৪ জেলা ও ১০ অঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সঙ্গে সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় হয়েছে। এটা মূলত প্রাথমিক সভা। কিছু জানতে চাওয়া হয়েছে, কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত ভোটার তালিকা, ভোট কেন্দ্রের প্রস্তুতি নিয়ে জানতে চাওয়া হয়েছে। তাদের সুনির্দিষ্ট সমস্যা আছে কি না, একেক অঞ্চলে একেক সমস্যা থাকতে পারে। সেটা জানতে চাওয়া হয়েছে। তিনি বলেন, যেমন পার্বত্য অঞ্চলে কিছু কেন্দ্র আছে। এরকম সব জায়গায় কিছু কিছু নির্দিষ্ট সমস্যা আছে, তা অবহিত হয়েছে কমিশন। কোথাও কোনো ত্রুটি থাকলে ইসিতে জানানোর জন্য বলা হয়েছে। আর সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠকর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলাসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন। এক প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘মাঠকর্মকর্তারা কোনো ঘাটতির কথা উল্লেখ করেননি। নির্বাচনী আচরণবিধি যাতে সবাই মেনে চলেন, এজন্য তাঁরা সবার সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়েই বেশি জোর দেওয়া হয়েছে। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’ নির্বাচনের তফসিল ঘোষণাসংক্রান্ত কোনো আলোচনা এ বৈঠকে হয়নি জানিয়ে অশোক কুমার বলেন, ‘তেমন কোনো চ্যালেঞ্জ বা সংকটের কথা তাঁরা বলেননি। মাঠের পরিবেশ এখনো ভালো আছে। বৈঠকে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার কথা বলেছেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার সবার সহযোগিতা নিয়ে তাঁদের কাজ করতে হবে। আমাদের প্রশিক্ষণ আছে ডিসি, এসপিদের সঙ্গে। সে সময় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে, এটা প্রশাসনিক বিষয়। কোনো রাজনৈতিক সমস্যার কথা তাঁরা বলেননি।’

সর্বশেষ খবর