রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ঢাকায় চলছে বে অব বেঙ্গল সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর আয়োজনে ঢাকায় শুরু হয়েছে দ্বিতীয় বে অব বেঙ্গল সম্মেলন। গতকাল রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকালে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মালির সাবেক প্রধানমন্ত্রী মওসা মারা, সিজিএসের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরীসহ দেশি ও আন্তর্জাতিক অতিথিরা। এ সময় মালির সাবেক প্রধানমন্ত্রী মওসা মারা বলেন, এখন পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা কমে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন অংশে গণতন্ত্র চ্যালেঞ্জের মুখোমুখি। বিভিন্ন সময়ে উত্তেজনা তৈরি হচ্ছে। মৌলবাদ ছড়িয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।

আয়োজকদের তথ্যমতে, আগামীকাল সোমবার পর্যন্ত এ সম্মেলনে বিশ্বের ৭৫ দেশের গবেষক, শিক্ষক, লেখক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিকসহ বিভিন্ন পেশার ২০০ জন গুরুত্বপূর্ণ বক্তা উপস্থিত থাকবেন। তিন দিনে সম্মেলনে ৫০টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এবারের আলোচ্য বিষয় ইন্দো-প্যাসিফিক ইস্যু ও ভূরাজনীতি। গতকাল বিভিন্ন সেশনে অংশ নেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিসটিংশনপ্রাপ্ত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, জার্মানির আগোরা স্ট্র?্যাটেজি গ্রুপের সিনিয়র ফেলো জোভান রাতকোভিজ, গ্রিসের সাউথ ইস্ট লিডারশিপ ডায়ালগের নির্বাহী পরিচালক কনস্টান্টিনোস ফুজোপুলোস, ইউএনডিপি (বাংলাদেশ)-এর মডারেটর এবং সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শীলা তাসনিম হক, ভারতের কুবারনিন ইনিশিয়েটিভের পরিচালক আম্বিকা বিশ্বনাথ, ইউএনডিপি বাংলাদেশের পরিবেশ, জলবায়ু এবং শক্তি বিষয়ক প্রোগ্রামের বিশেষজ্ঞ আরিফ ফয়সাল, কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট অরজন দে হান, ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম ব্যবস্থাপনা ও পার্টনারশিপ ইউনিটের প্রধান সরদার এম আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, পলিসি অন্ট্রাপ্রেনার নেপালের পরিচালক অনুরাগ আচার্য, চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান স্টাডিজের অধ্যাপক চুইহং চাই, জার্মানির জেনিথ ম্যাগাজিনের সম্পাদক লিও উইগার, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাংলাদেশ)-এর সভাপ্রধান পারভিন এফ চৌধুরী, দি নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ, আর্টিকেল-১৯ (বাংলাদেশ)-এর সাবেক আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল, মালদ্বীপের মিনিস্টার অব স্টেট ফর এডুকেশন আবদুল্লাহ রাশিদ আহমেদ, যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি স্টাডিজের অধ্যাপক ক্রিস্টিন ফেয়ার, ভারতের রাজস্থান বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া স্টাডি সেন্টারের সাবেক পরিচালক কারোরি সিং, ব্রাজিলের গেতুলিও ভারগাজ ফাউন্ডেশনের গবেষক লিওনার্দো পাজ নাভাজ প্রমুখ।

সর্বশেষ খবর