সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যু ২ হাজার ছাড়াল

প্রতিদিন ডেস্ক

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শনিবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। দুই যুগের মধ্যে সবচেয়ে বিপর্যয়কর এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা দেওয়া হয়েছে। উদ্ধার অভিযান  অব্যাহত রয়েছে। সূত্র : আলজাজিরা, এপি।

তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন গতকাল জানান, হেরাত প্রদেশে ৬.৩ মাত্রার এই ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারে এখনো অভিযান চলছে। এখনো বহু লোক নিখোঁজ রয়েছেন। এর আগেই দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুুল ওয়াহিদ রায়ান জানিয়েছিলেন, ভূমিকম্প ও এর আফটার শকে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। জরুরি সাহায্যের আবেদন জানিয়ে তিনি আবারও বলেন, ভূমিকম্পে ছয়টি গ্রাম ধ্বংস হয়ে গেছে, শত শত লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। উল্লেখ্য, আফগানিস্তানের হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় একাধিকবার ভয়াবহ এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পে পার্শ্ববর্তী বাদঘিস এবং ফারাহ প্রদেশও কেঁপে ওঠে।

সর্বশেষ খবর