শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

অবরুদ্ধ গাজায় চারদিকে ধ্বংসস্তূপ

দফায় দফায় ইসরায়েলি বোমা, নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি

প্রতিদিন ডেস্ক

অবরুদ্ধ গাজায় চারদিকে ধ্বংসস্তূপ

ইসরায়েলের বোমা হামলায় দুর্বিষহ জীবন ফিলিস্তিনে। বাড়ছে হতাহত। আহত তিন শিশুকে নিয়ে গাজার একটি হাসপাতালে মায়ের কান্না -এএফপি

অবরুদ্ধ করে রাখা গাজা ছিটমহলের ওপর গতকালও দফায় দফায় বিমান থেকে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বিমানবহর। পাশাপাশি গাজার সবকিছু নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়ে দেশটির জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ফিলিস্তিনিদের হাতে জিম্মি ইসরায়েলি সেনা ও অন্যদের মুক্তি না দিলে গাজায় জ্বালানি, বিদ্যুৎ, পানি, খাদ্যসহ সবকিছুর প্রবেশ বন্ধ থাকবে। সূত্র : রয়টার্স, আলজাজিরা

গতকালের ঘোষণায় কাৎজ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত অপহৃতদের মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ গাজায় বিদ্যুতের কোনো সুইচ চালু করা হবে না, পানি সরবরাহের কোনো পথ খুলে দেওয়া হবে না এবং জ্বালানির কোনো ট্যাংক প্রবেশ করতে দেওয়া হবে না।’ এদিকে ইসরায়েলের  অব্যাহত হামলা ও অবরোধের মুখে চরম মানবেতর জীবন যাপন করছে গাজাবাসী। গত বুধবার থেকে গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি জ্বালানির অভাবে বন্ধ রয়েছে। খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর বিমান হামলা অব্যাহত রয়েছে। সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত ও ৫ হাজারের বেশি আহত হয়েছে। নিহতের তালিকায় রয়েছে ৩২৬টি শিশু। গত পাঁচ দিনে ইসরায়েলি বিমান হামলায় এসব ফিলিস্তিনি নিহত হয়। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বিমান থেকে গাজার আবাসিক অ্যাপার্টমেন্টগুলো এবং গাজা শহরের পশ্চিম এলাকায় ব্যাপকভাবে রকেট ও মর্টারের গোলা বর্ষণ করা হচ্ছে। বোমার আঘাতে বহুসংখ্যক ভবন ধ্বংস হয়েছে এবং তাতে আগুন জ্বলছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল গাজায় নিহতের সংখ্যা ১ হাজার ৩৫৪-তে পৌঁছেছে। হামাস এক এসএমএস বার্তায় জানিয়েছে, গাজা উপত্যকার দুই শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমাবর্ষণের পাল্টা জবাব দেওয়া হয়েছে। এজেদিন আল কাশেম ব্রিগেডের সদস্যরা তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। আল-শাতি ও জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, সাংবাদিকরা গতকাল সকালে আল-শাতি শিবির ও গাজা উপত্যকার উত্তরে প্রায় ৩০ মিনিট ধরে এক ডজনের বেশি ইসরায়েলি যুদ্ধবিমানকে হামলা চালাতে দেখেছেন।

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল-বুজুম জানান, ইসরায়েলি বাহিনী সকালে আল-শাতি ও জাবালিয়া শিবিরে গণহত্যা চালিয়েছে। যার ফলে অসংখ্য মানুষ হতাহত হয়েছে। এদিকে গতকাল আরব লিগের জরুরি বৈঠক থেকে বলা হয়েছে, গাজার ওপর সর্বাত্মক অবরোধ প্রত্যাহার করতে হবে। পানি, খাবার, বিদ্যুৎ ও জ্বালানি বন্ধ করে গাজার মানুষের ওপর যে নির্বিচার হামলা চালানো হচ্ছে তা বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে।

আরেক খবর অনুযায়ী, ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল ইসরায়েলে পৌঁছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বলেছেন, ‘হামাস ইসরায়েলের ধ্বংস চায়। হামাসের হামলায় কমপক্ষে ২৫ মার্কিন নাগরিক নিহত হয়েছে। তাই দেশটিকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহায়তা করবে। ইসরায়েলের জন্য আরও মার্কিন সামরিক সহায়তা আসছে।’ এ সময় ব্লিঙ্কেনের পাশে দাঁড়িয়ে নেতানিয়াহু বলেন, ‘হামাস হলো আইএস। যেভাবে আইএসকে ধ্বংস করা হয়েছিল, হামাসকেও সেভাবেই ধ্বংস করা হবে।’

সর্বশেষ খবর