শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ধোনির ক্রিকেট শহরে কিউই চ্যালেঞ্জ

 শাহরুখ খান, আমির খান, সালমান খানরা ভারতীয় সিনেমার সুপার হিরো।

বলিউডের উজ্জ্বল তারকাদের পেছনে ফেলে ভারতীয় চলচ্চিত্র পুরোটা দখল করার লক্ষ্যে এগিয়ে চলেছেন দক্ষিণের নায়ক রজনীকান্ত, মামুট্টি, মোহনলাল, এনটিআর, আল্লু অর্জুন, রামচরণ, মহেশবাবুরা। তাঁরা একের পর এক সুপারহিট ছবি উপহার দিচ্ছেন সিনেমাপ্রেমীদের। অথচ দক্ষিণের নায়কদের ‘মহাগুরু’ রজনীকান্ত গোটা ভারতের হৃদয়স্পন্দন। রজনীকান্ত অভিনীত ছবি ‘জেলার’ এখন পুরো বিশ্বে রমরমা ব্যবসা করছে। সুপার সেলিব্রিটি রজনীকান্তের শহর চেন্নাইয়ে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ খেলবেন সাকিব আল হাসানরা। ভারতের সর্ব দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা রাজ্যটির রাজধানী চেন্নাই। ৩৮৪ বছরের পুরনো শহরটিকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। স্থানীয় রাজা চেন্নাপত্তনম গ্রামটির গোড়াপত্তন করেন ১৬৩৯ সালে। রহস্যময় কারণে নাম বিকৃত করে ব্রিটিশরা এই গ্রামকে ‘মাদ্রাজ’ ডাকতে শুরু করে। শত শত বছর মাদ্রাজ নামটাই চালু ছিল ভারতজুড়ে। তামিলনাড়ু রাজ্য সরকার ১৯৯৬ সালে ‘মাদ্রাজ’ নাম পরিবর্তন করে চেন্নাই করেন। শহরটি ঐতিহাসিক। তারপরও শহরটির আলাদা সুখ্যাতি আছে। কারণ কী? অধিবাসীরা জানিয়েছেন, সুখ্যাতির পাঁচ কারণ- দক্ষিণের সিনেমা, মহেন্দ্র সিং ধোনি, ইডলি-দোসা, মেরিনা বে বিচ ও চিকিৎসা। ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক ধোনির বাড়ি ঝাড়খন্ড। অথচ চেন্নাইয়ের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। সেই ধোনির ক্রিকেট শহরে এখন সাকিব, মুশফিক, তাসকিন, লিটনরা। বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে ভারতের প্রবেশদ্বারে থিতু গেড়েছেন টাইগাররা। গত দুই বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ জীবন বাজির ম্যাচ খেলবে বাংলাদেশ। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের ঘূর্ণি উইকেটে আজ জিতলে বিশ্বকাপের সেমিফাইনালের আশা টিকে থাকবে সাকিবদের। হেরে গেলে ফিকে হয়ে যাবে সেই স্বপ্ন। সব মিলিয়ে স্বপ্নের দোলাচলে দিবারাত্রির এই ম্যাচ। ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচ টাইগাররা খেলেছিল দিনের আলোয়। প্রাকৃতিক সৌন্দর্যাকীর্ণ ধর্মশালায় আফগানিস্তানকে গুঁড়িয়ে দেয় সাকিব বাহিনী। অধিনায়ক সাকিব ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানরা। মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটের সহজ জয় পায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে হেরে যায় সাকিব বাহিনী। ইংলিশরা নাভিশ্বাস তুলেছিল টাইগার বোলারদের। নিউজিল্যান্ড টানা দুই জয়ে এগিয়ে গেছে অনেক পথ। বিশেষ করে বিশ্বকাপের সূচনা ম্যাচে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটের জয় পায়। দ্বিতীয় ম্যাচে জয় পায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এ ম্যাচেও হাফ সেঞ্চুরি করেন রাচিন রবীন্দ্র। আজকের ম্যাচে বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই হবে রাচিন রবীন্দ্র ও মেহেদী হাসান মিরাজের। অবশ্য আজকের ম্যাচ দুই দলের মূল প্রতিপক্ষ হবে স্পিনার সাকিব, মিরাজ, শেখ মেহেদী কিংবা নাসুম আহমেদের সঙ্গে লড়াই হবে মিচেল সান্টানার, রাচিন রবীন্দ্রের। চিদাম্বরমে দুই বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও অস্ট্রেলিয়া খেলে গেছে। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১৯৯ রানে বেঁধে রেখেছিলেন রবীন্দ্র জাদেজা। শূন্য রানে ২ উইকেট হারানোর পরও ৪ উইকেটে জিতেছে ভারত। ম্যাচে প্রাধান্য বিস্তার করেছেন স্পিনার রবীন্দ্র জাদেজা, যিনি আবার চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার। যে দলের অধিনায়ক আবার এম এস ধোনি। সেই ধোনি, জাদেজার ক্রিকেট শহরে নিউজিল্যান্ডকে হারানোর স্বপ্ন নিয়ে এসেছে টাইগাররা। অথচ, দুই দলের সর্বশেষ সিরিজটি জিতেছে ব্ল্যাকক্যাপসরা। চিদাম্বরমে কি আজ পারবেন সাকিব, লিটন, মিরাজ, তাসকিনরা? তবে পরিসংখ্যানের বিচারে যোজন যোজন এগিয়ে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ৪১ মুখোমুখির ১০টি জিতেছেন সাকিবরা।

৩০টি নিউজিল্যান্ড এবং একটি পরিত্যক্ত হয়েছে। বিশ্বকাপে পাঁচ ম্যাচের সব হেরেছে টাইগাররা। নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই ১৯৯৯ সালে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হয়। আজ কি সাকিবরা ব্যর্থতার ইতিহাসমুক্ত হয়ে বেরোবেন?

সর্বশেষ খবর