শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিএনপি না এলে নির্বাচন অসম্পূর্ণ হবে : সিইসি

প্রতিদিন ডেস্ক

বিএনপি না এলে নির্বাচন অসম্পূর্ণ হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন অসম্পূর্ণ থেকে যেতে পারে। বিভিন্ন ছোটখাটো দল নির্বাচনে অংশ নিলেও তারা বিএনপির সমকক্ষ নয়।’ বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুটো দল, পাঁচটা দল, দশটা দল, ছোটখাটো বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তবে এটা  অনস্বীকার্য যে, মূল বিরোধী দল যে বিএনপি তাদের সমকক্ষ সবাই নয়। এটা আমরা অস্বীকার করি না বা কেউ অস্বীকার করবে না। ওই দলটা যদি অংশগ্রহণ না করে তাহলে একটা অনিশ্চয়তা, একটা শঙ্কা বা একটা অসম্পূর্ণতা থেকে যেতেই পারে- এতে কোনো সন্দেহ নেই। সিইসি মনে করেন, নির্বাচন যদি কোনো সংঘাত বা সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তাহলে তারকা আমরা হব বটে, কিন্তু গণতান্ত্রিক চেতনার দৃষ্টিভঙ্গি থেকে নির্বাচন ‘অসম্পূর্ণ’ থেকে যাবে। প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে আস্থার পরিবেশ তৈরির জন্য আগে থেকেই প্রশাসনে রদবদলের কোনো পরিকল্পনা নেই। প্রশাসনে রদবদল করলেই যে বিরোধী দল নির্বাচনে অংশ নেবে, সে নিশ্চয়তা নেই। তবে নির্বাচনে অংশ নেওয়ার পর বিরোধী দল যদি প্রশাসনে রদবদলের কথা বলে, তাহলে সেটি বিবেচনা করবে নির্বাচন কমিশন। সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, কমিশনের পক্ষ থেকে সংলাপ এবং ইভিএম নিয়ে আলোচনার জন্য বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য এখন আর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের তফসিল ঘোষণার পরে কাউকে ‘অ্যাপ্রোচ করা’ কমিশনের পক্ষে আর সম্ভব হবে না বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলেছে। তিনি বলেন, আরপিওতে যেভাবে নির্দেশনা রয়েছে, সেভাবে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। ডানে-বামে তাকাচ্ছি না। আমাদের প্রস্তুতি আপ টু-ডেট আছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন প্রস্তুত। সিইসি উল্লেখ করেন, একটা দল নির্বাচনে অংশগ্রহণ করবে কী করবে না, মাঠে তার ভিন্ন প্ল্যান থাকতে পারে। ভিন্ন ধরনের কৌশল থাকতে পারে। তাদের প্ল্যান বা কৌশলকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। তিনি বলেন, কিন্তু আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে সব দলকে বারবার আহ্বান করেছি নির্বাচন অর্থবহ করতে হলে নির্বাচনটা অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক হওয়া বাঞ্ছনীয়।

সর্বশেষ খবর