শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

এবার আলু আমদানির আবেদন

রুকনুজ্জামান অঞ্জন

পিঁয়াজ ও ডিম আমদানির অনুমতি পাওয়ার পর এবার আলু আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। টাইগার ট্রেডিং নামে আবেদনকারী কোম্পানিটি জানিয়েছে, অনুমতি পেলে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বল্পমূল্যের আলু আমদানির উদ্যোগ নেবে। প্রথম দফায় প্রতিষ্ঠানটি ৫ হাজার মেট্রিক টন আমদানির অনুমতি চেয়েছে। কোম্পানিটির স্বত্বাধিকারী সাইফুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমানে ভারতে ১৫ রুপি কেজিতে আলু বিক্রি হচ্ছে, যা আমদানি করে বাংলাদেশে ২০ থেকে ২২ টাকা কেজিতে বিক্রি করা সম্ভব। গত মাসে তিন কৃষিপণ্য আলু, পিঁয়াজ এবং ডিমের দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তাতে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ৩৫-৩৬ টাকা, দেশি পিঁয়াজ প্রতি কেজি ৬৪-৬৫ টাকা এবং প্রতিটি ডিমের মূল্য ১২ টাকায় বিক্রির কথা। এরপর মাস পেরোলেও সরকার নির্ধারিত দাম কোথাও কার্যকর হয়নি। বরং পণ্যগুলোর দাম আরও বেড়েছে। দাম না কমায় সম্প্রতি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ পর্যন্ত চার দফায় ১৬ কোটি পিস ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। পিঁয়াজ আমদানির অনুমতি আগেই দেওয়া হয়। এবার আলু আমদানির আবেদনের চিঠি এলো বাণিজ্য মন্ত্রণালয়ে। আবেদনের বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, কৃষিপণ্য হিসেবে আলু আমদানিতে কৃষি মন্ত্রণালয়ের অনাপত্তি লাগবে। এখনো পর্যন্ত কৃষি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো অনাপত্তি পাওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা।

আমদানির সুপারিশ ভোক্তা সংরক্ষণ অধিদফতরের : আলুর বর্তমান সংকট মোকাবিলায় এ সবজিটি সীমিত আকারে আমদানির অনুমতি দেওয়ার সুপারিশ জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এ সুপারিশ জানানো হয়। এর আগে উত্তরাঞ্চল পরিদর্শনে গিয়ে ভোক্তা অধিদফতরের মহাপরিচালক ঘোষণা দিয়েছিলেন, আলুর দাম না কমলে তিনি আমদানির সুপারিশ জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠাবেন। এ বিষয়ে জানতে চাইলে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আলুর বাজার স্থিতিশীল রাখতে আমাদের যা করার ছিল আমরা করেছি। উৎপাদন অঞ্চল পরিদর্শন করেছি। সিন্ডিকেটে জড়িত অসাধু ব্যবসায়ীদের জরিমানাও করা হয়েছে। তারপরও পণ্যটির মূল্য কমেনি। এ কারণে আমরা সীমিত আকারে আলু আমদানির সুপারিশ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছি।

সর্বশেষ খবর