শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গণতন্ত্র আছে বলেই এত উন্নয়ন

মাগুরা প্রতিনিধি

গণতন্ত্র আছে বলেই এত উন্নয়ন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে আইনের শাসন ও গণতন্ত্র আছে বলেই এত উন্নয়ন। দেশে আইনের শাসন না থাকলে উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা ব্যাহত করতে যত ষড়যন্ত্রই হোক দেশের জনগণ তা ব্যর্থ করে দেবে। গতকাল দুপুরে মাগুরায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ৮তলা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব  মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য ড. বীরেন শিকদার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার সাহা, জেলা প্রশাসক আবু নাসের বেগ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহ্, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, গণপূর্ত বিভাগ খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম মো. শাহজালাল মজুমদার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবলু।

সর্বশেষ খবর