শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
নরেন্দ্র মোদি

সন্ত্রাসবাদ যেখানেই হোক মানবতাবিরোধী

কলকাতা প্রতিনিধি

সন্ত্রাসবাদ যেখানেই হোক মানবতাবিরোধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘সন্ত্রাসবাদ যেখানে যেভাবেই হোক না কেন- তা মানবতাবিরোধী।’ জি২০ গোষ্ঠীর নবম পার্লামেন্টারি স্পিকারস শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইসরায়েল-হামাস যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।

গতকাল দিল্লিতে আয়োজিত এ সম্মেলনে নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদ ইস্যুতে গোটা বিশ্বকে একজোট হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সন্ত্রাসবাদের সংজ্ঞা নিয়ে বিশ্বের সব দেশ সহমত পোষণ না করায় উষ্মা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্ব এখনো বুঝতে পারছে না যে, সন্ত্রাসবাদ মোকাবিলা করাটা কতটা চ্যালেঞ্জের। সন্ত্রাসবাদ যেখানেই ঘটুক না কেন, যে কারণেই ঘটুক না কেন- তা মানবতাবিরোধী।’ তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের সংজ্ঞা নিয়ে ঐকমত্যের অভাব অত্যন্ত দুঃখজনক। আজও সন্ত্রাসবাদ মোকাবিলায় জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশন ঐকমত্যের অপেক্ষায় রয়েছে। এ অবস্থানের সুযোগ নিচ্ছে মানবতাবিরোধী অপরাধীরা।’

বিভক্ত বিশ্বে শান্তি ও ভ্রাতৃত্বের গুরুত্বের ওপর জোর দিয়ে মোদি বলেন, ‘সংঘাত ও সংঘর্ষে ভরা বিশ্ব কারও উপকার করতে পারে না। একটি বিভক্ত বিশ্ব আমাদের সামনে আসা কোনো চ্যালেঞ্জের সমাধান দিতে পারে না। এখন শান্তি ও ভ্রাতৃত্বের সময়, একসঙ্গে চলার সময়, একসঙ্গে এগিয়ে যাওয়ার সময়। এটাই সবার উন্নয়ন ও কল্যাণের সময়।’

সম্মেলনে উপস্থিত জি২০ গোষ্ঠীভুক্ত দেশ ও আমন্ত্রিত দেশগুলোর সংসদের স্পিকারদের তিনি আগামী লোকসভা নির্বাচন প্রত্যক্ষ করতে ভারতে আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘২০২৪ সালে সাধারণ নির্বাচনের সময়, প্রায় ১০০ কোটি মানুষ তাদের ভোট দিতে যাচ্ছেন। সাধারণ নির্বাচনের সাক্ষী হতে আমি সব প্রতিনিধিদের ভারত সফরের আমন্ত্রণ জানাই।’

সর্বশেষ খবর