শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী, শত্রু নয়

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী, শত্রু নয়

বিএনপি আওয়ামী লীগকে শত্রু নয়, বরং প্রতিদ্বন্দ্বী মনে করে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আমরা আওয়ামী লীগকে শত্রু মনে করি না। আমরা আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী মনে করি। ভোটের মাধ্যমে তাদের পরাজিত করতে চাই। আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাই না, ধ্বংস করতে চাই না। আমরা নতুন আদর্শিক মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে। গতকাল প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ আয়োজিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দুদু বলেন, বর্তমান সরকারপ্রধান সংবাদ সম্মেলনে প্রধান প্রতিদ্বন্দ্বী ও তাঁর পরিবার সম্পর্কে যেভাবে আক্রমণাত্মক কথা বলেছেন, উপেক্ষা করেছেন, ঘৃণা প্রকাশ করেছেন, তাতে বোঝা যায় তিনি তার প্রতিপক্ষকে শত্রু মনে করেন, প্রতিদ্বন্দ্বী মনে করেন না। সুতরাং, তার ক্ষমতার চেয়ারে বসে থাকা অবস্থায় কোনো নির্বাচন স্থিতিশীল, স্বাভাবিক, গ্রহণযোগ্য হবে এটা বলা যায় না। আয়োজক সংগঠনের সভাপতি গোলাম সরোয়ার সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাহমুদের সঞ্চালনায় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর