রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভারত ৮ পাকিস্তান ০

রাশেদুর রহমান

ভারত ৮ পাকিস্তান ০

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ভারতের সামনে পড়লেই কেমন কুঁকড়ে যায় পাকিস্তান। গতকালও তার ব্যতিক্রম হয়নি। এক দিনের বিশ্বকাপে অষ্টম লড়াইয়েও ইতিহাসের ধারাটা ধরে রেখেছে ভারত। বাবর আজমদের ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেলেন রোহিত শর্মারা। টস জিতে প্রতিপক্ষ পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৪২.৫ ওভার খেলে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৩০.৩ ওভারে ৩ উইকেটে ১৯২ রান করে জয় তুলে নেয় ভারত। বিশ্বকাপে টানা তৃতীয় জয়ে শীর্ষস্থানে ওঠে এসেছে রোহিত বাহিনী।

একের পর এক সব বাধা অতিক্রম করে ছুটছে ভারত। প্রথমে অস্ট্রেলিয়া, তারপর আফগানিস্তান, এবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও হারালেন রোহিত শর্মারা। বিশ্বকাপের লড়াইয়ে টানা অষ্টমবার পাকিস্তানকে হারাল ভারত। এর আগে প্রথমবার দুই দল মুখোমুখি হয় ১৯৯২ সালে। সেবার ইমরান খানের পাকিস্তান বিশ্বকাপ জয় করে। তবে ভারতের কাছে রাউন্ড রবিন পর্বে ৪৩ রানে পরাজয় স্বীকার করেন ইমরানরা। এরপর ১৯৯৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ৩৯ রানে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। ১৯৯৯ সালে সুপার সিক্সে ৪৭ রানে ফের হার স্বীকার করেন ওয়াসিম আকরামরা। ২০০৩ সালে গ্রুপ পর্বে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত। ২০১১ সালে সেমিফাইনালে পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে ফাইনালে ওঠেন শচীন টেন্ডুলকাররা। সেবার চ্যাম্পিয়নও হয় ভারত। এরপর ২০১৫ সালে গ্রুপ পর্বের লড়াইয়ে পাকিস্তানকে ৭৬ রানে উড়িয়ে দেন বিরাট কোহলিরা। ২০১৯ সালে রাউন্ড রবিন পর্বে ৮৯ রানে জয় পান বিরাট কোহলিরা। এবার হারালেন ৭ উইকেটে। বিশ্বকাপের লড়াইয়ে ৮-০ ব্যবধানে এগিয়ে থাকল ভারত।

গতকাল প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ভালোই হয়েছিল। তবে শেষ দিকে আর তাল সামলাতে পারেনি তারা। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন বাবর আজম। এ ছাড়াও রিজওয়ান ৪৯, ইমাম উল হক ৩৬, আবদুল্লাহ শফিক ২০ রান করেন। বাকিদের কেউই উইকেটে দাঁড়াতে পারেননি। ভারতের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন বুমরাহ, সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। সবচেয়ে কম রান দেন বুমরাহ (৭ ওভারে ১৯ রান)। ম্যাচসেরার পুরস্কারও পান তিনিই। জবাব দিতে নেমে জয়ের জন্য খুব একটা কষ্ট করতে হয়নি ভারতকে। শুভমন গিল ১৬ রানে শাহিন আফ্রিদির বলে আউট হলেও রোহিত শর্মা ৮৬ রান করেন ৬৩ বলে। ৬টি চারের পাশাপাশি ৬টি ছক্কা হাঁকান তিনি। বিরাট কোহলিও ১৬ রানে আউট হন। শ্রেয়াস আইয়ার ৫৩* এবং লোকেশ রাহুল ১৯ রানে অপরাজিত থাকেন। শ্রেয়াসের ৬৩ বলের ইনিংসে ৩টি চারের পাশাপাশি ২টি ছক্কাও ছিল।

গতকালের জয়ে ভারত সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল। তিন ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে রান রেটে এগিয়ে শীর্ষে আছে তারা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে দুই নম্বরে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ৪ পয়েন্ট নিয়ে তিনে এবং পাকিস্তান ৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।

সর্বশেষ খবর