রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

টাইগাররা এখন পুণেতে

ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ‘আম্মা’ জয়ললিতা ও দক্ষিণের অবিসংবাদিত নায়ক রজনীকান্তের শহর চেন্নাই ছেড়ে পুণেতে নতুন ঘাঁটি গেঁড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল দুুপুরে শিক্ষানগরীতে আসে টাইগাররা। ভারতের সর্ব পশ্চিমের রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটির অন্যতম গুরুত্বপূর্ণ শহর পুণে। মারাঠি ভাষায় যার নাম  পুনা। ১৯৭৮ সালে শহরটির নতুন নামকরণ হয় পুনে। ছিমছাম গোছানো শহরটি মারাঠা জনগণের সাংস্কৃতিক নগরী। শহরটি আবার ‘দাক্ষিণাত্যের রানি’ নামেও পরিচিত। এ শহরটিকে শিক্ষানগরীও বলা হয়। শিক্ষা ব্যবস্থার জন্য সাবেক প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ষাটের দশকে শহরটিকে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ বলে ডাকতেন। পুনেতে সাকিব বাহিনী বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে। ১৯ অক্টোবর মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের আতিথেয়তা দেবে রোহিত শর্মার ভারত। অবশ্য ১১ নভেম্বর এখানে আরও একটি ম্যাচ খেলবেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এরপর বাকি থাকবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।

নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের কুঁচকিতে টান পড়ে টাইগার অধিনায়ক সাকিবের। মাঠেই সেবা শুশ্রƒষা নেন। এরপর ব্যাটিংও করেন। ৪০ রান করেন ২ ছক্কায়। শুধু ব্যাটিং নয়, বোলিং করেন। ম্যাচ শেষ করে হাসপাতালে যান স্ক্যানিং করাতে। রিপোর্ট খুব ভালো এসেছে তেমন নয়। ইনজুরিটা গ্রেড ওয়ান, গ্রেড টু হতে পারে। এর ফলে ১৯ অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচটি না খেলার আশঙ্কা দেখা দিয়েছে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন অবশ্য এখনই না খেলার আশঙ্কার কথা বলছেন না, ‘এখনই বলা যাবে না, তিনি ভারতের বিরুদ্ধে খেলবেন কি না?’

প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারত আসে বাংলাদেশ। ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করে টাইগাররা। কিন্তু প্রথম ম্যাচের ওই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে পরের দুই ম্যাচ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তিন ম্যাচেই ব্যাটিং অর্ডারে ব্যাপক পরিবর্তন এনে খেলেছে টাইগাররা। ফলে প্রথম ম্যাচের ধারাবাহিকতা পরের দুই ম্যাচে ছিল না। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে হেরে যায় ১৩৭ রান ও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে। তিন ম্যাচে দুই হারে সেমিফাইনাল খেলার স্বপ্ন ফিঁকে হয়ে পড়ছে টাইগারদের। ব্ল্যাক ক্যাপসদের কাছে হেরেও সেমিফাইনালের স্বপ্ন দেখছেন বাঁ হাতি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান, ‘আমরা টানা ৬ ম্যাচ জিততেও পারি। সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে আমাদের।’ সাকিব বাহিনীর ম্যাচ বাকি ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ছয় ম্যাচে কমপক্ষে চারটি জিততে হবে টাইগারদের। একটি জয় দলের চেহারা পাল্টে দেবে বলেন টাইগার সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘একটি জয় পেলেই দলের চেহারা পুরোপুরি পাল্টে যাবে আশা করি।’

সর্বশেষ খবর