শিরোনাম
রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সায়মা ওয়াজেদকে ভারতের সমর্থন

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

সায়মা ওয়াজেদকে ভারতের সমর্থন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন-‘হু’) দক্ষিণ পূর্ব-এশিয়া অঞ্চলের পরিচালক পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থী সায়মা ওয়াজেদকে সমর্থন করবে ভারত। ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর নয়াদিল্লিতে এ নির্বাচন হবে। ভোট দেবে ‘হু’র ১১টি সদস্য রাষ্ট্র। ভারত সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মার জয় প্রায় নিশ্চিত বলে ধরে নিয়েছে কূটনৈতিক মহল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে আসেন। তখন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যে বৈঠক করেছিলেন সেখানেই ভারতীয় সমর্থন নিশ্চিত করেন। পরে নৈশভোজের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি, শেখ হাসিনা ও সায়মার সঙ্গে ঘরোয়া বৈঠকে শামিল হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনিও নৈতিক সমর্থন করেছেন বলে জানা গেছে। সায়মার প্রতিদ্বন্দ্বী নেপালের শ¤ভু প্রসাদ আচার্য। তিনি ‘হু’ মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুসের দফতরে বহুদিন ধরে কাজ করছেন। তবে অটিজম আক্রান্তদের কল্যাণে সায়মা ওয়াজেদের কাজ ইতোমধ্যেই বিশ্ব স্বীকৃত হয়েছে।

               

সর্বশেষ খবর