শিরোনাম
রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গণতন্ত্র হত্যা করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গণতন্ত্র হত্যা করেছে সরকার

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, ‘বাংলাদেশের রিজার্ভের গতি শ্রীলঙ্কার মতো হওয়ার শঙ্কায় আছে। খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। ১০ বিলিয়নের কম হলে এলসি বন্ধ হয়ে যাবে। দেশের ব্যাংকগুলো খালি করা হয়েছে। দুদক দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। ছোট কর্মকর্তাদের দুদক দিয়ে হয়রানি করে বড় দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হয়েছে। দেশে প্রথম আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। পরে বিএনপি চারবার চ্যাম্পিয়ন হয়েছে।’ এ ছাড়া সরকার গণতন্ত্র হত্যা করেছে বলে মন্তব্য করেছেন জি এম কাদের।

চট্টগ্রামের একটি কনভেনশন হলে গতকাল বিকালে চট্টগ্রাম মহানগর জাপার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য জহুরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, এস এম ফয়সল চিশতী ও এ টি কিউ তাজ রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর