শিরোনাম
সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইংলিশদের গুঁড়িয়ে দিল আফগানরা

বিশাল ব্যবধানে জয়

রাশেদুর রহমান

ইংলিশদের গুঁড়িয়ে দিল আফগানরা

আফগানিস্তান এক দিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে। দুবারের চ্যাম্পিয়ন হলেও ক্যারিবীয়রা এখন অতীতের কঙ্কাল মাত্র। শ্রীলঙ্কাকেও এখন আর বড় দলের তালিকায় রাখা যায় না। এর বাইরে এক দিনের ক্রিকেটে আফগানদের জয় আছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে গতকালের আগ পর্যন্ত জয়ের স্বাদ পায়নি আফগানরা। সেই অপূর্ণতা দূর করল তারা। গতকাল বিশ্বকাপে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় আফগানিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ৪৯.৫ ওভারে ২৮৪ রান করে অলআউট হয়। জবাবে ৪০.৩ ওভারে ২১৫ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামে আফগানিস্তান ও ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচেই আফগানরা হেরেছে। অন্যদিকে ইংল্যান্ড নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে হেরেছে, অন্যটিতে জিতেছে। সেমিফাইনাল খেলতে হলে গতকাল ইংলিশদের জয়ের বিকল্প ছিল না। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। ব্যাটিংয়ে নেমে ইংলিশ বোলারদের হতাশই করেন আফগান ব্যাটাররা। প্রথম উইকেট জুটিতেই রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান করেন ১১৪ রান। ইব্রাহিম ২৮ রানে আউট হলেও মাত্র ৫৭ বলে ৮০ রান করেন রাহমানুল্লাহ। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কার মার। এরপর শেষদিকে নেমে ইকরাম আলিখিল করেন ৬৬ বলে ৫৮ রান। তিনি ৩টি চার ও ২টি ছক্কা হাঁকান। এ ছাড়া মুজিব ১৬ বলে ২৮, রশিদ ২২ বলে ২৩, আজমতুল্লাহ ১৯ ও হাসমতুল্লাহ ১৪ রান করেন। ৪৯.৫ ওভারে ২৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ৪২ রানে ৩ উইকেট শিকার করেন। এ ছাড়া মার্ক উড ৫০ রানে দুটি এবং রিস টোপলি, লিয়াম লিভিংস্টোন ও জো রুট একটি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে ইংলিশরা আফগান বোলারদের তোপের মুখে একে একে সাজঘরে ফেরেন। দ্বিতীয় ওভারেই জনি বেয়ারস্টো দলীয় ৩ রানে সাজঘরে ফেরেন। জো রুট বোল্ড হলে ইংলিশরা বেশ চাপে পড়ে যায়। ডেভিড মালান ও হ্যারি ব্রুক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। মালান ৩২ রানে আউট হন। তবে উইকেটে টিকে থাকেন ব্রুক। অধিনায়ক জশ বাটলার ৯, লিয়াম লিভিংস্টোন ১০, স্যাম কুরান ১০ রানে আউট হলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় আফগানিস্তান। হ্যারি ব্রুক ৬১ বলে ৬৬ রান করেন। এছাড়াও আদিল রশিদ ২০, মার্ক উড ১৮ ও রিস টোপলি ১৫ রান করেন। আফগানিস্তানের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন মুজিব উর রহমান ও রশিদ খান। এছাড়াও মোহাম্মদ নবী ২টি এবং ফজলহক ফারুকি ও নাভিন উল হক ১টি করে উইকেট শিকার করেন।

 

সর্বশেষ খবর