সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কাহালুর মুরইল ইউনিয়নের শিমুলিয়া গ্রামে বিধ্বস্ত হয়েছে। গতকাল দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই বিমানের পাইলটসহ দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিমান বাহিনী উদ্ধার কাজ চালায়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়েছে। তবে ওই বিমানে থাকা পাইলটরা সুস্থ আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিমানটি একটি বাঁশঝাড়ে পড়ে যায়। বিমানে দুজন পাইলট ছিলেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধারের পর বিমান বাহিনীর সদস্যরা তাদের নিয়ে যান।

কাহালু থানার ওসি মাহামুদ হাসান জানান, শিমুলিয়া গ্রামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি।

স্থানীয়রা জানান, বিমান বাহিনীর সবুজ রঙের বিমানটি হঠাৎ গাছপালা ভেঙে মাটিতে এসে পড়ে। খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয়রা। সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

 

 

সর্বশেষ খবর