বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিএনপি নেতা দুলু আটক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতা দুলু আটক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পুলিশ আটক করেছে।

গুলশানের বাসা থেকে গত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। ক্যান্সারে আক্রান্ত সাবেক এই উপমন্ত্রী বর্তমানে রাজনীতিতে নিষ্ক্রিয়। মামলায় জামিনে থাকলেও তাঁকে আটক করে মিন্টো রোডের গোয়েন্দা দফতরে নিয়ে যাওয়া হয় বলে তাঁর পরিবারের অভিযোগ। তবে গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে তাঁর আটকের বিষয়টি স্বীকার করেনি। গুলশান বিভাগের উপ-কমিশনার শহিদুল্লাহ গত রাতে বলেন, ‘আটকের বিষয়টি আমার জানা নেই’। তবে ডিবি পুলিশের একটি সূত্র সাবেক উপমন্ত্রী দুলুর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছে, বুধবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে ধরপাকড় শুরু হয়। তাঁর অংশ হিসেবে দুলুকে আটক করা হয়েছে। তার ব্যক্তিগত সহকারী রনি জানান, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। সব মামলায় তিনি জামিনে আছেন। জানা গেছে কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন। প্রতি সপ্তাহে তাঁকে কেমোথেরাপি নিতে হয়। এ ছাড়াও নিয়মিত অন্যান্য ওষুধও খেতে হয়। এ অবস্থায় তাঁকে আটকের ঘটনায় উদ্বীগ্ন তাঁর পরিবার। এদিকে জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তাঁর শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে রাত সাড়ে ১০টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর