শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সংলাপের উজ্জ্বল সম্ভাবনা দেখছি না

ওয়াজেদ হীরা

সংলাপের উজ্জ্বল সম্ভাবনা দেখছি না

আলী ইমাম মজুমদার

সংলাপ নিয়ে কোনো উজ্জ্বল সম্ভাবনা দেখেন না সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। গতকাল সংলাপ নিয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে একথা বলেন তিনি। চলতি মাসেই বাংলাদেশে ঘুরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের বিজ্ঞপ্তিতে বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সংলাপসহ সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও অন্য অংশীজনদের প্রতি পাঁচটি সুপারিশ করেছে।

সংলাপের বিষয়ে জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংলাপ নিয়ে কোনো আশার আলো দেখেন না তিনি। সবাই সংলাপের কথা বলছেন এক্ষেত্রে জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দুইটা পক্ষ দুই মেরুতে আছে। যে অবস্থানে দুটি দল আছে এখান থেকে সরে আসতে হবে। রাজনীতি সবসময় ‘এডজাস্টমেন্ট ও কম্প্রোমাইজের’ বিষয়। বিরোধী দলের মূল দাবির প্রতি সরকারকে শ্রদ্ধাশীল হতে হবে। পাশাপাশি বিরোধীদলকেও সরকারের সমস্যাগুলো বুঝতে হবে। এগুলোর লক্ষণ নেই, দুই দলের ছাড় দেওয়ার মনোভাব কম মনে করেন তিনি। যে কারণে সংলাপের আপাতত আশার আলো দেখছেন না বলেও জানান। আলী ইমাম মজুমদার আরও বলেন, পরিস্থিতি প্রতিদিনই পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তবে এখন পর্যন্ত সেটি দেখছি না।

সর্বশেষ খবর