রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অসংখ্য ফিলিস্তিনির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। গতকাল দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় শোক পালন করার কথা জানিয়েছিল। গতকাল সরকারি ছুটির দিন থাকলেও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ভবনের (১ নম্বর ভবন) ওপরে অর্ধনমিত জাতীয় পতাকা উড়তে দেখা যায়। গুলিস্তানের জিরো পয়েন্টে জিপিও ভবনেও দেখা গেছে অর্ধনমিত জাতীয় পতাকা। এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজায় হাজারো ফিলিস্তিনির মৃত্যুতে শুক্রবার জুমার নামাজের পর নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় সাড়ে ৩ হাজার ফিলিস্তিনির প্রাণ গেছে। বিদ্যুৎ, জ্বালানি ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়ায় গাজায় তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে।

নিহতদের স্মরণে বিএনপি : ইসরাইলের হামলায় ফিলিস্তিনে নিহতদের প্রতি শোক জানিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর