মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জ্ঞান ফিরে দেখি অনেকের ওপর পড়ে আছি

কিশোরগঞ্জ প্রতিনিধি

অন্যসব দিনের মতো যাত্রীতে ঠাসা ছিল এগারোসিন্দুর। তিল ধারণের ঠাঁই ছিল না বগির অভ্যন্তরে। বিষয়টি নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া অনেকেই। তাদেরই একজন কিশোরগঞ্জ সদর উপজেলার বলই ইউনিয়নের গাবতলী গ্রামের মো. সাদেক (২২)। দুর্ঘটনায় তার হাত ভেঙেছে, পায়ে আঘাত পেয়েছেন। সাদেক ঢাকার সরকারি তিতুমীর কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। আগামী ৩১ অক্টোবর তার পরীক্ষা। সে জন্য ঢাকায় যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তার বন্ধু মো. নাঈম (২২)। তারা বসেছিলেন ট্রেনের শেষের বগির আগেরটিতে। কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় শুয়ে সাদেক বলছিলেন, ভৈরব থেকে ট্রেন ছাড়ার পাঁচ মিনিট পর একটা শব্দ হলো। প্রথমে মনে হলো, একটা ট্রেন যাচ্ছে। ভাবতে না ভাবতেই একটা ঝড়ের মতো মনে হলো। আর কিছু বলতে পারব না। তারপর চিৎকার চেঁচামেচি।’ সাদেক আরও বলছিলেন, জ্ঞান ফিরে দেখি আমি অনেকের ওপর পড়ে আছি। কোনোরকমে জানালা দিয়ে নিচে নামলাম। সঙ্গে আমার বন্ধু নাঈমও। বাইরে এসে দেখি রক্ত আর রক্ত। সঙ্গে মানুষের চিৎকার।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর