মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
আলোচনায় ২৮ অক্টোবর

প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ মন্ত্রিপরিষদের

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচির কারণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ কথা বলেন। ২৮ অক্টোবর একটি বড় রাজনৈতিক সমাবেশ, প্রশাসনের একটা বড় ভূমিকা থাকে। সেক্ষেত্রে কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের তরফ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, জনজীবন যেন ব্যাহত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। কাদের নির্দেশনা দিয়েছেন, ডিসিদের- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, হ্যাঁ। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আমাদের পক্ষ থেকে সব সময় প্রশাসন, প্রশাসনে ডিসিদের বলা আছে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এমন নির্দেশনা সবসময় থাকে। সামনে রাজনৈতিক কর্মসূচি আছে কিন্তু মানুষের যেন দুর্ভোগ না হয় সে বিষয়ে প্রশাসন খেয়াল রাখবে। তবে ২৮ অক্টোবর নিয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানান তিনি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার কাঠামো বা ২৮ অক্টোবর নিয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ইতোমধ্যেই ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে রাজনীতির ময়দানেও উত্তাপ বাড়া শুরু করেছে। সরকার পতনের এক দফা দাবিতে ওইদিন রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এদিন শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। নির্বাচনের আগে দুই দলের এই সমাবেশ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর