মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পতন

নিজস্ব প্রতিবেদক

শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পতন

সরকার পদত্যাগের এক দফার সমাধান ‘শান্তিপূর্ণ’ আন্দোলনেই আসবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা সব শান্তিপূর্ণ আন্দোলনে রাজনৈতিক দল একমত হয়ে এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করার এক দফা দাবি জানিয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে সক্ষম হব।’ গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ ও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

‘সবাই সংকটের মধ্যে’ দাবি করে মির্জা ফখরুল বলেন, যিনি গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন, সেই দেশনেত্রী খালেদা জিয়া আজকে অত্যন্ত অসুস্থ অবস্থায়, এ শাসকগোষ্ঠীর প্রতিহিংসায় বিনা চিকিৎসায় মুমূর্ষু অবস্থায় আছেন। তিনি বলেন, আমাদের অনেক তরুণ ও যুবক এবং সংসদ সদস্য ছিলেন এমন ৭০০ জনকে গুম করে ফেলা হয়েছে। ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা চলছে। বিএনপির অনেক নেতাকে নির্বাচনের আগে সাজা দেওয়া হচ্ছে যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারে। তাদের (সরকার) একটাই লক্ষ্য যাতে এখানে বিরোধী কেউ নির্বাচনে অংশ নিতে না পারে। এ ছাড়া তাদের উদ্দেশ্য হলো এমন একটা অবস্থা তৈরি করা যাতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যেতে পারে। বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঞ্চালনায় সেমিনারে ‘বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও ইন্দো প্যাসিফিক কৌশল’ শীর্ষক কি-নোট পাঠ করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। -নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর