বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি নেই

যুক্তরাষ্ট্রের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি নেই

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা জানান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয় বলেও জানান তিনি। এদিকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন। আজ তাঁদের ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। এই আড়াই মাস সময়ের মধ্যে কয়েকবার তাঁকে সিসিইউতে নেওয়া হয়। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি নেই। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। গতকাল সকালে আবার তাঁকে কেবিনে আনা হয়েছে।

তিন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন। যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের আসার জন্য সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার ঢাকার চিকিৎসকদের পক্ষ থেকে বিদেশি চিকিৎসক আনার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসকে আসার অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিদেশ থেকে চিকিৎসক আনার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়।

সর্বশেষ খবর