বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নবম শ্রেণিতে থাকছে না বিভাগ বিভাজন

নিজস্ব প্রতিবেদক

আগামী শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) থাকবে না। গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। অধিদফতরের সহকারী পরিচালক এসএম জিয়াউল হায়দার স্বাক্ষরিত এ নির্দেশনায় দেশের সব সরকারি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে বিভাগ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা থাকছে না। বিষয়টি সবাইকে অবহিত করা হলো।

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২৩ সালে প্রাথমিকের প্রথম শ্রেণি এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের পুরো বাস্তবায়ন শুরু হয়। ২০২৪ সালে প্রাথমিকের দ্বিতীয়, তৃতীয় এবং অষ্টম ও নবম শ্রেণি, ২০২৫ সালে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম এবং মাধ্যমিকের দশম শ্রেণি নতুন শিক্ষাক্রমের আওতায় আসবে।

সর্বশেষ খবর