বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইসরায়েলকে সতর্ক করলেন ওবামা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে সতর্ক করলেন ওবামা

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার প্রচারিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মধ্যপ্রাচ্য পরিস্থিতির টেকসই সমাধানের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, ৭ অক্টোবর হামাস বাহিনীর সন্ত্রাসী হামলার মতো সহিংসতার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে বিবৃতিতে সতর্ক করে দেন যে, ইসরায়েলের সামরিক কৌশল যদি বেসামরিক নাগরিক তথা নারী-শিশুদের নির্বিচার হত্যাযজ্ঞের শামিল হয় তাহলে তা হতে পারে ইসরায়েলের জন্য আত্মঘাতী। ওবামা বলেন, ইসরায়েলকে অবশ্যই গাজায় সামরিক অভিযানের সময় আন্তর্জাতিক রীতি মেনে চলতে হবে। গাজায় খাদ্য, পানি এবং বিদ্যুৎ বন্ধ করার মতো ভয়ংকর পদক্ষেপ গ্রহণ করায় ফিলিস্তিনিদের প্রতি বিশ্বব্যাপী সমর্থন বাড়তে পারে, অপরদিকে ইসরায়েলের প্রতি সমর্থন তলানীতে নামতে পারে। এর ফলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে দীর্ঘদিনের প্রয়াসকে একেবারেই থামিয়ে দিতে পারে। ওবামা তার সহস্রাধিক শব্দের এ বিবৃতিতে হামাস বাহিনী নির্মূলে ইসরায়েলির প্রচেষ্টার প্রতি অব্যাহত সমর্থন দিয়েছেন এবং যতটা সম্ভব বেসামরিক নাগরিকরা যাতে সামরিক অভিযানের অসহায় বলি না হয় তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ইসরায়েলকে। ওবামা লিখেছেন, যদিও আমরা ইসরায়েলকে সমর্থন করি, আমাদের এটাও পরিষ্কার হওয়া উচিত যে, ইসরায়েল কিভাবে হামাসের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। ইতোমধ্যেই গাজায় ইসরায়েলি বোমা হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অনেকেই শিশু।

সর্বশেষ খবর