বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভোটের আগে দলগুলোর সঙ্গে সংলাপ ইসির

গোলাম রাব্বানী

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তফসিল ঘোষণার আগে শেষবারের মতো সংলাপে বসার সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। নভেম্বরের প্রথম সপ্তাহে এ সংলাপ করার পরিকল্পনা রয়েছে। ইসির কর্মকর্তারা বলছেন, সব দলের সঙ্গে তফসিল দেওয়ার আগে সংলাপ তথা কর্মশালা করার পরিকল্পনা করেছে ইসি। দুই দিনব্যাপী ৪৪ দলের সঙ্গে এ সংলাপ হতে পারে। এর আগে বিএনপিসহ বেশকিছু দল দুই দফায় ইসির সংলাপ বর্জন করলেও ইসি শেষবারের মতো সব দলকে আমন্ত্রণ জানাবে।

কমিশন বলছে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়াই এ সংলাপের লক্ষ্য। সংলাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তাদের প্রধান রাজনৈতিক    প্রতিদ্বন্দ্বী বিএনপিসহ নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিএনপি এ শেষ সংলাপে অংশ নেবে বলে আশা করছে ইসি। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। সংলাপে যেসব সুপারিশ এসেছিল, সেগুলো বই আকারে প্রকাশ করেই নিজেদের দায়িত্ব শেষ করেছিল ইসি। এসব সুপারিশ বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। গত বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মাথায় অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, সম্পাদক, নির্বাচন বিশেষজ্ঞ, নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ করেছে তারা। পরে দলগুলোর সঙ্গেও বসেছে দুই দফা। আবার ভোটের আগেই তারা অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করেছে। আজ সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপ হবে।

সর্বশেষ খবর