বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সাকিব হঠাৎ ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

সাকিব হঠাৎ ঢাকায়

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের করুণ অবস্থা। প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা চার ম্যাচ হেরেছে। সেমিফাইনালের আশা শেষই বলা যায়। বাকি চার ম্যাচ শুধু জিতলেই চলবে না, অন্যদের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ইডেন গার্ডেনে খেলা। সবাই কলকাতায় পৌঁছে গেলেও অধিনায়ক সাকিব আল হাসান নেই। বিশ্বকাপ ফেলে ঢাকায় ফিরে এসেছেন তিনি। মিরপুর স্টেডিয়ামেও গেছেন। গুঞ্জন উঠেছে- তাহলে সাকিব কি বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলবেন না। পরে জানা গেল আসল তথ্য। বিশ্বকাপে সাকিব ব্যাট-বলে জ্বলে উঠছেন না। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলেননি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ইনডোরে ছোটবেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে ভুল শোধরানোর শিক্ষা নেন শিষ্য সাকিব। ৩ ঘণ্টা ধরে চলে এ সেশন। ফাহিম মিডিয়াকে জানান, সাকিবের সঙ্গে এমন নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আলাপ চলছিল তার। মূলত সাকিবের কোন সমস্যা নিয়ে কাজ হয়েছে সেই বিষয়ে মুখ খুলতে চাইলেন না ফাহিম। তবে এটা বলেন, অনুশীলনের পর সাকিবকে আত্মবিশ্বাসী মনে হয়েছে। আশা করি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতবে এবং সাকিবও তার ছন্দ ফিরে পাবে।

সর্বশেষ খবর