শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ট্রেন দুর্ঘটনা নাশকতা কি না দেখা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

ট্রেন দুর্ঘটনা নাশকতা কি না দেখা হচ্ছে

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ভৈরবে ট্রেন দুর্ঘটনায় চালকের গাফিলতি ছিল নাকি নাশকতার মতো অন্য কোনো বিষয় রয়েছে, খতিয়ে দেখা হবে। এ দুর্ঘটনায় নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা দেওয়া হবে। যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের সুস্থ হওয়া পর্যন্ত খরচ বহন করবে রেল মন্ত্রণালয়। গতকাল রেলভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। রেলে নাশকতার বিষয় আসছে কেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, নাশকতার কথা আমরা এজন্য বলছি যে, দুর্ঘটনাস্থলে লাইনের কিছু হলো কি না এখনও স্পষ্ট নয়। এর আগে ২০১৩-১৪ সালে আমরা দেখেছি ট্রেনের ওপর আঘাত এসেছে। ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছে, লাইনের স্ক্রু খুলে ফেলা হয়েছে, ট্রেনে ঢিল মারা হয়েছে। রেললাইনের ওপর আগে নাশকতা হয়েছে। তদন্ত পূর্ণাঙ্গভাবে না আসা পর্যন্ত স্পষ্ট কিছুই বলা যাচ্ছে না। তবে আমরা নাশকতাসহ সব বিষয় সামনে রাখছি। এগুলোর ভিত্তিতেই তদন্ত হচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় আমরা সংশ্লিষ্ট তিনজনকে সাসপেন্ড করেছি। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রেলমন্ত্রী বলেন, দুর্ঘটনার পর থেকে এ পর্যন্ত ২০ জন মারা গেছেন। 

 

সর্বশেষ খবর