শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নেদারল্যান্ডসের বিরুদ্ধে আজকের ম্যাচটি ‘ট্রিকি’

একটু একটু করে পরিবর্তন আসছে কলকাতার আবহাওয়ায়। ধীরলয়ে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। দুপুরে সূর্যের গনগনে সেই উত্তাপ নেই। চামড়াপোড়া গরম কমে যাচ্ছে একটু একটু করে। পৌষের উষ্ণতা বোঝা যাচ্ছে। শীতের আগমনি বার্তা জানাচ্ছে আবহাওয়া। রাতে আকাশ থেকে কুয়াশা ঝরছে টপটপ করে। নন্দনকানন ইডেনের চারপাশ খোলামেলা। একদিকে ময়দান, অন্যদিকে হাওড়া নদী। সন্ধ্যা হলেই ইডেনের আকাশ ছেয়ে থাকে কুয়াশায়। তবে মাঘের শীতের মতো করে নয়, টপটপ করে কুয়াশা ঝরে। এমন আবহাওয়ায় আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ‘মরণ-বাঁচন’ ম্যাচ খেলবে বাংলাদেশ। টানা চার ম্যাচ হারের পরও সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছেন টাইগার ক্রিকেটাররা। তবে এখন আর আগের মতো উচ্চৈঃস্বরে বলছেন না। গতকাল টাইগার ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে মিডিয়ার মুখোমুখিতে ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ বলেন, ‘সেমিফাইনাল খেলার বিষয়টি কাগজে-কলমে হয়তো নেই। তবে এখনো চার ম্যাচ বাকি। সেমিফাইনালে খেলতে হলে সব ম্যাচ জিততে হবে। তখন রান রেটের হিসাবনিকাশ থাকবে। অবশ্য আমরা এখন সেমিফাইনাল নিয়ে ভাবছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি। সেদিকের বিবেচনায় আমরা এখন শুধু নেদারল্যান্ডস ম্যাচ নিয়েই ভাবছি। আমাদের কাছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ট্রিকি মনে হচ্ছে।’ ১০ দলের বিশ্বকাপে দুই দল এখন পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ হারিয়েছে শুধু আফগানিস্তানকে। বিপরীতে নেদারল্যান্ডস হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। দুই দলের পয়েন্ট সমান ২। রানরেটে বাংলাদেশ এখন ৮ নম্বরে আর নেদারল্যান্ডস ১০ নম্বরে।

বাংলাদেশের ক্রিকেটারদের কাছে ভীষণ পরিচিত নাম ইডেন গার্ডেন। প্রতিবেশী ভারতের সবচেয়ে কাছের শহর কলকাতা। প্রায় ৩০০ বছরের পুরনো শহরটির ক্রিকেট ভেন্যু ইডেন গার্ডেন টাইগার ক্রিকেটারদের কাছে হাতের তালুর মতো পরিচিত নয়। আবার একেবারে অপরিচিতও নয়। এখানে একটি টেস্ট, একটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলেছে টাইগাররা। জয় নেই। গোলাপি বলের টেস্টে হেরেছিল। ৩৩ বছর আগে, ১৯৯০ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরেছিল ৬১ রানে। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরেছিল। সেই পরিচিত ইডেনই এখন ক্রিকেটারদের কাছে ভীষণ অপরিচিত। সেমিফাইনাল খেলার আশায় নয়, মান বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই টাইগারদের। পুণেতে ভারত ও মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচ মিস করেছিলেন তাসকিন। সুস্থ হয়ে আজকের ম্যাচে ফিরছেন। জানিয়েছেন, ‘ইনশা আল্লাহ আগামীকাল (আজ) আমি খেলব।’ তাসকিন ফিরলে একাদশে পরিবর্তন আসবে। মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের মধ্য থেকে যে কোনা একজনকে বাদ পড়তে হবে। আজ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে পারেন তানজিদ তামিম। তার অন্তর্ভুক্তিতে বাদ পড়তে পারেন প্রোটিয়াদের বিরুদ্ধে খেলা তিন পেসারের যে কোনো একজন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১০ সালে প্রথমবারের মুখোমুখিতে জিতেছিল নেদারল্যান্ডস। ২০১১ সালের বিশ্বকাপে জিতেছিল টাইগাররা। আজ তৃতীয়বারের মতো খেলবে দুই দল। ২৫ অক্টোবর মুম্বাই থেকে কলকাতা আসে বাংলাদেশ ক্রিকেট দল। দুই দিনের ব্যক্তিগত ছুটি নিয়ে মুম্বাই থেকে সরাসরি ঢাকায় আসেন অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকায় দুই দিন ক্রিকেটগুরু নাজমুল আবেদীন ফাহিমের কাছে অনুশীলন করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় টিম হোটেল তাজমহল বেঙ্গলে দলের সঙ্গে যোগ দেন। গতকাল বেশ ফুরফুরে মেজাজে অনুশীলন করেন। টিমমেটদের সঙ্গে খোশগল্পও করেন।

সর্বশেষ খবর