শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে বাংলাদেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। কিন্তু বিএনপি-জামায়াতের তা সহ্য হয় না। এখন তারা আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার জন্য উঠেপড়ে লেগেছে। তবে জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২৪ সালের জানুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কেউ যদি নির্বাচন বানচাল করতে চায় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর জনগণ বসে থাকবে না। তাদের সমুচিত জবাব দেওয়া হবে। আজকের এ সভা থেকে জনগণকে সেই শপথ নেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল দুপুরে আখাউড়া পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি আরও বলেন, কে নির্বাচনে আসবে আর আসবে না তা বিবেচ্য বিষয় নয়। জনগণ যাতে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে ভোট কেন্দ্রে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে যারা পাকিস্তানকে ভালোবাসে তারা দেশের উন্নয়ন করবে না। সেজন্য আওয়ামী লীগ ছাড়া জনগণের কোনো গতি নেই। তাই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে হবে। আমরা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করি। আপনারা ঘরে ঘরে যাবেন। নৌকার পক্ষে ভোট চাইবেন। জননেত্রী শেখ হাসিনার পক্ষে ভোট চাইবেন। সভায় আখাউড়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ড. আবদুল্লা ভুইয়া বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী, পৌর মেয়র ও সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল। এর আগে মন্ত্রী মহানগর এক্সপ্রেস ট্রেন দিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে এসে পৌঁছান। রেলস্টেশনে তিনি উপস্থিত সাংবাদিকদের আজ (শনিবার) বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। রাতের আঁধারে কোর্ট বসে- মির্জা ফখরুলের এমন কথার জবাবে মন্ত্রী বলেন, মির্জা ফখরুলকে আমি অনেক ভালো জানতাম। কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি অনেক কথা বলেন। এ সময় আইন সচিব মো. গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর