শিরোনাম
রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী

রাষ্ট্রদ্রোহের শামিল প্রধান বিচারপতির বাসায় হামলা

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রদ্রোহের শামিল প্রধান বিচারপতির বাসায় হামলা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা রাষ্ট্রদ্রোহিতার শামিল। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। প্রধান বিচারপতি রাজনীতিবীদ নন। তিনি একজন বিচারপতি এবং রাষ্ট্রের সর্বোচ্চ বিচারপতি। তাঁর বাসভবনে আক্রমণ করা মানে রাষ্ট্রের ওপরে আক্রমণ করা।

অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আরও বলেন, এই হামলাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। যারা এই ধরনের অপরাধ করেছে, দ্রুত তাদের খুঁজে বের করতে হবে। অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। বিচারপতি মানিক বলেন, যারা প্রধান বিচারপতির বাস ভবনে হামলা করতে পারে, তারা জনগণের সেবক হতে পারে না। জনগণ তাদের আরও বেশি ঘৃণা করবে। গতকাল বেলা ১টার দিকে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলা চালান বিএনপি নেতা-কর্মীরা। বাসভবন লক্ষ্য করে তারা ইটপাটকেল ছোড়েন এবং লাঠি দিয়ে মূলফটক ভাঙচুরের চেষ্টা চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপি কর্মীরা কাকরাইলে আইডিই ভবনে আগুন দেয় ও প্রধান বিচারপতির বাসভবনে বিএনপি কর্মীরা ভাঙচুর চালায়। আমরা হামলাকারীদের সরিয়ে দিয়েছি। এদিকে সুপ্রিম কোর্ট সূত্র জানায়, নতুন নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এখনো তার সরকারি এই বাসভবনে ওঠেননি। বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বাসভবনটি ছেড়ে যাওয়ার পর এখন সেখানে সংস্কারের কাজ চলছে। আগামী মাসের মাঝামাঝি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই বাস ভবনে উঠবেন।

সর্বশেষ খবর