শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তিন দাবিতে গণভবনে সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক

তিন দাবিতে গণভবনে সোহেল তাজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। গতকাল রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে তিন দফা দাবির স্মারকলিপি তুলে দেন। দাবিগুলো হলো- ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা, ৩ নভেম্বর জেলহত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন এবং মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা। গণভবন থেকে বেড়িয়ে  সোহেল তাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিয়েছি- তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে এই তিন দাবি অচিরেই বাস্তবায়ন হবে। এর আগে বিকালে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে পদযাত্রা করে গণভবনের সামনে গিয়ে অবস্থান নেন সোহেল। সংসদ অধিবেশন শেষে গণভবনে ফিরে রাত পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে পাঠিয়ে সোহেলকে তাজকে গণভবনের ভিতরে ডেকে নেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি তুলে দেন সোহেল তাজ।

সর্বশেষ খবর