রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
আলোচনায় কীভাবে হবে সমাধান

সরকার নির্ধারিত মজুরি শ্রমিকদের দেওয়া হবে

----- ফারুক হাসান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, সরকার পোশাক শ্রমিকদের জন্য যে মজুরি নির্ধারণ করে দেবে সেটাই দেওয়া হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ফারুক হাসান বলেন, পোশাক শ্রমিকদের বেতনভাতা নিয়ে আমরা আগেও বলেছি, এখনো বলছি। সরকার যে বেতনটা ঘোষণা দেবে, যেটা ঠিক করে দেবে আমরা সেটাই চালু করব। আশা করি, এটা নিয়ে কারও মধ্যে যেন আর কোনো সন্দেহ না থাকে। বিজিএমইএ সভাপতি আরও বলেন, পোশাক খাতে অনেক ধরনের লোক আছেন। অনেক ধরনের সুবিধাবাদী পক্ষ রয়েছে। তারা এ ইস্যুটা কাজে লাগিয়ে আন্দোলন এবং কারখানা ভাঙচুর করেছে। তিনি বলেন, শ্রমিকরা কাজ না করে কারখানা থেকে বের হয়ে আন্দোলন ও ভাঙচুর করলে শ্রম আইনের ১৩(১) ধারা মোতাবেক ‘কাজ না করলে শ্রমিকরা বেতন পাবেন না’ এ নীতিতে চলবে। 

সর্বশেষ খবর