রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
আলোচনায় কীভাবে হবে সমাধান

যত দ্রুত সম্ভব মজুরি ঘোষণা করতে হবে

------ নাজমা আক্তার

নিজস্ব প্রতিবেদক

সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেছেন, দেশের অর্থনৈতিক গতিশীলতা বিবেচনায় এবং  নিজেদের মর্যাদাপূর্ণ জীবনের কথা চিন্তা করে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করতে হবে। একইসঙ্গে যত দ্রুত সম্ভব এই মজুরি ঘোষণা করা। মালিক-শ্রমিক যৌথভাবে এই মজুরি বাস্তবায়ন করলে চলমান সমস্যার সমাধান হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাজমা আক্তার বলেন, প্রতিনিয়ত যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে শ্রমিকরা যে বেতন পাচ্ছে সেটা দিয়ে জীবন নির্বাহ করা যায় না। এ জন্য দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ অথবা গার্মেন্টে রেশনিং পদ্ধতি চালু করতে হবে। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকরা যাতে দরকষাকষি করে বছরে তাদের বেতনসহ সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারে সে অধিকার দিতে হবে। মালিক-শ্রমিকরা দও কষাকষির মাধ্যমে তাদের বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা আদায় করতে পারলে এরকম সমস্যার সৃষ্টি হবে না।

সর্বশেষ খবর