রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তিন কেন্দ্রীয় নেতাসহ বিএনপির ১৭৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিন কেন্দ্রীয় নেতাসহ ১৭৬ জনকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। এদের মধ্যে ২৩ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে র‌্যাব। গ্রেফতারদের মধ্যে অন্যতম                হলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কেন্দ্রীয় যুবদল নেতা সাঈদ হাসান মিন্টু, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁওয়ের সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার। একই সময়ের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি ও তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আহসান সোহেলকেও গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এলিট ফোর্স র‌্যাব তাদের গ্রেফতার করে। পরবর্তীতে আদালতের নির্দেশে তেজগাঁও এলাকার সাবেক কমিশনার আনোয়ারকে আট দিন এবং ছাত্রদল নেতা সোহেলকে চার দিনের রিমান্ডে নিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।  বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও থানা থেকে বিএনপির আরও ১৭৬ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে ৬টি মামলায় ৫৭৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল রুহুল কবির রিজভী আহমেদ জানান, এ পর্যন্ত ৫০৬টি মামলায় আসামি করা হয়েছে ৩৮ হাজার ৫৬০ জনকে। আন্দোলনের সময় সংঘর্ষে দলটির আটজন মারা গেছেন। আহত হয়েছেন ৫ হাজার ৭৮০ জন। এদিকে পুলিশ সূত্র বলছে, বিএনপির মহাসমাবেশে সহিংসতা ও হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় গত ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত সাত দিনে পল্টন, রমনা, মতিঝিল ও শাহজাহানপুরসহ বিভিন্ন থানায় ৬৬টি মামলা করেছে ডিএমপি। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৮০৩ জনকে। ভৈরবের একটি বাসা থেকে বিএনপি নেতা শরীফুল আলম ও তার গাড়িচালক রতনকে ডিবি পরিচয়ে গ্রেফতার করা হয় বলে জানান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি দাবি করেন, সকাল সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া সারা দেশে তাদের নেতা-কর্মীদের গ্রেফতার অভিযান চলছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবি, চলমান আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গত ১৪ দিনে সারা দেশে বিএনপির ৭ হাজার ৭০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপন, তিন যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন এবং সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ ছাড়া গত কয়েকদিনে বিএনপির উত্তর ও দক্ষিণের বিএনপির একাধিক যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্তত ২২ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের গ্রেফতারের দাবি করেছে বিএনপি। এদিকে পুলিশ বলছে, চলমান সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা নিয়ন্ত্রণে আরও কঠোর হবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ভাঙচুর, পুলিশের কাজে বাধা, পুলিশের ওপর হামলাসহ সড়কে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত বিএনপি নেতা-কর্মীদের তালিকা ধরে চলছে গ্রেফতার অভিযান। সড়কে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। বিএনপির আরও দুই দিনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।  অবরোধ-সমাবেশ বা কর্মসূচির নামে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে গতকাল জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষে এক পুলিশ সদস্যকে হত্যা মামলায় আমীর খসরুকে গত বৃহস্পতিবার রাতে গুলশান থেকে গ্রেফতার করে ডিবি। জহিরউদ্দিন স্বপনকেও গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। সংঘাত ও সংঘর্ষের কারণে রাজধানীতে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ প- হওয়ার পর পরদিন হরতাল ডাকে দলটি। এরপর গত মঙ্গলবার থেকে টানা তিন দিনের কর্মসূচি দেয় বিএনপি। পৃথকভাবে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর পাশাপাশি একই কর্মসূচি দেয় গণতন্ত্র মঞ্চসহ অন্য কয়েকটি দল। ঢাকা মহানগর পুলিশ সূত্র বলছে, হামলা, ভাঙচুর, নাশকতা ও সহিংসতার ঘটনায় গত ১৩ দিনে পাঁচ হাজারের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২ হাজার ১১৩ জনকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ : ঢাকার পাঁচ তারকা হোটেল থেকে র‌্যাবের হাতে আটক নারায়ণগঞ্জ বিএনপির ১৫ নেতা-কর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আটকদের বিরুদ্ধে আড়াইজাহারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছিল। শুক্রবার বিকালে আটক ১৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসাদ বেগমের আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে তিনজনের বিরুদ্ধে দুই দিন ও বাকি ১২ জনের বিরুদ্ধে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সর্বশেষ খবর