রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন সঠিক হলে অংশ নেব

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন সঠিক হলে অংশ নেব

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, কী হবে তা এখনো কেউ জানে না। যদি নির্বাচন হয়, তখন সিদ্ধান্ত নেব। যতক্ষণ পর্যন্ত আমরা ঘোষণা না দিয়ে চলে যাব, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছি। প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন যদি সঠিকভাবে হয় তবেই আমরা নির্বাচনে অংশ নেব। যদি আমরা মনে করি সঠিকভাবে নির্বাচন হচ্ছে না, তখন আমরা ঘোষণা দিয়েই নির্বাচন বর্জন করব। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জি এম কাদেরের লেখা দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশে গণতন্ত্র সোনার পাথরবাটি’ দ্বিতীয় খ  ও মিজারিজ অব মিসকনসিভড ডেমোক্রেসি, ভলিউম-২ বই দুটি প্রকাশ করেছে মেট্রো পাবলিকেশন্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের। গ্রন্থ দুটির ওপর আলোচনা করেন বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট মহিউদ্দিন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোকাম্মেল এইচ ভূঁইয়া, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সিনিয়র সাংবাদিক সফিকুল করিম সাবু, শাহজালাল ফিরোজ, প্রকাশক আবুল বাশার। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো একক সিদ্ধান্ত হবে না, প্রকাশ্যে ঘোষণা দেওয়া হবে। গণমাধ্যমের সামনে ঘোষণা দেওয়া হবে, এ কারণে আমরা নির্বাচন করছি বা করছি না। তিনি বলেন, দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তো আমাদের লোক, আমরাই বানিয়েছি। তারা কোনো ভুল করলে অবশ্যই আমরা বলব। কিন্তু কথা বললেই শাস্তি পেতে হবে? সে জন্য আইন করা হবে? আমি ভুল বলতে পারি কিন্তু আমার বলার অধিকার তো আছে। আমরা যেন কথা বলতে না পারি সে জন্য আইন করা হচ্ছে। প্রকাশিত গ্রন্থ দুটির বিষয়ে জি এম কাদের বলেন, রাজতন্ত্রে সব ক্ষমতা রাজার হাতে কেন্দ্রীভূত থাকে। রাজা ও তার পরিবার থাকে আইনের ঊর্র্ধ্বে। তাই রাজতন্ত্রে আইনের শাসন থাকে না। গণতান্ত্রিক শাসনপদ্ধতি থেকে মানুষ সুশাসন আশা করে। সুশাসন মানে আইনের শাসন, সবাই যেন মনে করে, আমরা ন্যায়বিচার পাচ্ছি। কেউ যেন বঞ্চনা বা অত্যাচারের শিকার না হয়।

সর্বশেষ খবর