সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

অবরোধে আগুন যানজট

উত্তরায় পুলিশের গাড়িতে ককটেল, আহত ৩ ♦ অগ্নিদগ্ধ বাসচালক সবুজের অবস্থা আশঙ্কাজনক ♦ রাজধানীতে সাতটি বাসে আগুন ♦ ছাড়েনি দূরপাল্লার বাস ♦ বিএনপি অফিসের সামনে কড়া পাহারা, সড়কে ব্যারিকেড

নিজস্ব প্রতিবেদক

অবরোধে আগুন যানজট

রাজধানীর বাংলামোটরে গতকাল বাসে আগুন। যাত্রাবাড়ীতে যানজট -বাংলাদেশ প্রতিদিন

হামলা-ভাঙচুর, বাসে আগুন, বিক্ষোভ মিছিল ও গ্রেফতারের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের দুই দিনের অবরোধের গতকাল প্রথম দিন অতিবাহিত হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে পুলিশের কড়া পাহারার পাশাপাশি সড়কে ছিল ব্যারিকেড। এ ছাড়া গতকাল সাতটি বাসে আগুন দেওয়া হয়।

উত্তরায় টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। খিলগাঁও এলাকায় অছিম পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মো. সবুজ নামে এক বাসচালক দগ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাত ৮টায় মগবাজার এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।

গতকাল ঢাকা থেকে সারা দেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার রাস্তায় গণপরিবহন অনেকটা স্বাভাবিক নিয়মে চলাচল করতে দেখা গেছে। কোনো কোনো এলাকায় ছিল যানজট। 

গতকাল সকাল সোয়া ৭টার দিকে খিলগাঁও মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় অছিম পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসযাত্রী সবুজ দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে কর্মরত আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, সবুজের অবস্থা আশঙ্কাজনক। তার শ্বাসনালি ক্ষতিগ্রস্তসহ শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। সবুজের স্ত্রী রুশেদা জানান, সবুজ নিজেও একজন পরিবহন শ্রমিক। তিনি রমজান পরিবহনের বাসের চালক। বাসটি মেরাদিয়া রাস্তার পাশে রাখা ছিল। তিনি বাসের কাছে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাসা থেকে বের হন। বাসে করে মেরাদিয়া বাঁশপট্টিতে গিয়ে নামার আগ মুহূর্তে অছিম পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। সবুজের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোদারিয়ায়। তিনি মেরুলবাড্ডা আনন্দনগরে পরিবার নিয়ে থাকেন।

সকাল ৭টার দিকে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি গাজী মোহাম্মদ হাসানকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা। তিনি বলেন, নাশকতাকারীরা পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আমাদের তিন সদস্য কিছুটা আহত হয়েছেন। ককটেল নিক্ষেপের ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের নেতা হাসানকে হাতেনাতে আটক করা হয়। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম জানান, সকালে হাউজ বিল্ডিং মমতাজ মহলের সামনে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সেক্রেটারি মো. রাসেল বাবুর নেতৃত্বে একটি মিছিল উপস্থিত হয়ে হঠাৎ অগ্নিসংযোগ, ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে। কর্তব্যরত পুলিশ সেখানে দ্রুত উপস্থিত হলে তারা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় থাকে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হন। নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যে তালা ঝুলছে তা ৯দিন পরও খোলেনি। ওই ঘটনার পর থেকেই বিএনপি কার্যালয়ের সামনে টানা পাহারা দিয়ে আসছে পুলিশ। গত শনিবার রাতে কার্যালয়ের সামনে সড়কের দুই পাশে বসানো হয় কাঁটাতারের ব্যারিকেড। ফুটপাত ধরেও পথচারীদের চলাচল করতে দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে পথ ঘুরে যেতে। বন্ধ ছিল দোকানপাটও। তবে নয়াপল্টনের সড়কে প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে। বিএনপি কার্যালয়ের সামনে থাকা পুলিশ কর্মকর্তারা বলছেন, নয়াপল্টনের সড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ও নিরাপত্তা দিতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। বিএনপির ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে গতকাল ভোর ৪টায় শ্যামপুরে তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ভোর সোয়া ৫টায় মিরপুর ৬ নম্বরে একটি বাসে আগুন দেওয়া হয়।  গতকাল বিকাল পৌনে ৪টার দিকে মিরপুরে বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘চৈতালী’ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাঙলা কলেজের শিক্ষার্থীদের সহায়তায় চৈতালী বাসের আগুন নিয়ন্ত্রণ আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলামোটরে ‘এয়ারপোর্ট এভিনিউ’ নামে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এয়ারপোর্ট এভিনিউ বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যা ৭টার দিকে মিরপুর সাড়ে ১১-তে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নেভাতে পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে। তবে এসব ঘটনায় সবুজ নামে এক যাত্রী আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা ৭টা থেকে গতকাল সকাল সাড়ে ৬টা পর্যন্ত রাজধানীতে সাতটিসহ সারা দেশে ১০টি বাসে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। গতকাল এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম। গতকাল রাজধানীতে গণপরিবহন চলাচল ছিল সীমিত, অন্যদিকে ছাড়েনি দূরপাল্লার কোনো বাস। মহাখালী বাস টার্মিনাল ও সায়েদাবাস বাস টার্মিনালে এমন চিত্র দেখা গেছে। তবে অবরোধের মধ্যেও সড়কে যান চলাচল অনেকটা সচল ছিল। উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা এবং রিকশা চলাচল করতে দেখা গেছে। গণপরিবহনে ছিল অনেক ভিড়। সবাই গাদাগাদি করে গন্তব্যে গেছেন। গণপরিবহন সংকটে বিপাকে পড়েন অফিসগামী এবং চলাচলকারী সাধারণ যাত্রীরা। জাতীয় নির্বাচনের আগে আগে গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ সংঘর্ষের কারণে প- হয়ে যায়। পরদিন ২৯ অক্টোবর হরতাল ডাকে বিএনপি ও জামায়াতে ইসলামী। এরপর ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেয় অবরোধ কর্মসূচি। প্রথম দফার ওই অবরোধে ঢাকাসহ সারা দেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়। প্রাণ যায় তিনজনের। গতকাল সকাল থেকে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপি ও জামায়াতে ইসলামী।

বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর-কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে বিএনপির সকাল-সন্ধ্যা হরতালে সড়কে দেখা মেলেনি নেতা-কর্মীদের। অপরদিকে বিএনপির ডাকা হরতাল প্রতিহত করতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে। নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি কামাক্ষা চন্দ্র দাস অভিযোগ করে বলেছেন, গতকাল সকাল ৭টার দিকে চৌমুহনী বাজারের কালিতলা রোডে যুবদলের নেতা-কর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করেন। মিছিলে সরকার দলের নেতা-কর্মীরা হামলা চালান। জানা গেছে, অবরোধের সমর্থনে জেলা শহর মাইজদী, বেগমগঞ্জের চৌমুহনী বাজার, সেনবাগের ছমির মুন্সি ও পৌর এলাকায় ছোট ছোট ঝটিকা মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।  গাজীপুর : বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দফায় গতকাল গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার যানবাহন কম দেখা গেছে। সকাল থেকে লোকজন যার যার গন্তব্যেও গেছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি ইব্রাহীম হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকার একটি সিএনজি স্টেশন থেকে মীরেরবাজারের একটি কারখানার জন্য সিলিন্ডারে করে গ্যাস নিয়ে যাচ্ছিল। গাড়িটি বাইপাস সংলগ্ন মোগড়খাল এলাকায় পৌঁছলে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। এদিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালিগাঁও চৌধুরীবাড়ি এলাকায় ভোরে অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা একত্রিত হলে ধাওয়া করেন সরকারদলীয় নেতা-কর্মীরা। সিলেট :  দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন সিলেটে গাড়িতে আগুন, ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সকাল ৯টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের খালেরমুখ এলাকায় গাছ ফেলে অবরোধ করেন ছাত্রদল নেতা-কর্মীরা। এসময় তারা খাদ্যসামগ্রী বোঝাই করা একটি পিকআপ ভাঙচুর করে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে। সকাল ১০টায় সিলেট নগরীর শাহজালাল ব্রিজের ওপর দিয়ে চলাচলকারী দু-তিনটি ট্রাক ভাঙচুর করেন যুবদল নেতা-কর্মীরা। সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে স্থানীয় বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অবস্থান নেন। তারা রাস্তায় ইট ফেলে অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দেয়। বিকালে সিলেট-তামাবিল মহাসড়কের মিরাবাজারে অবরোধ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সিরাজগঞ্জ : অবরোধ কর্মসূচির প্রথম দিনে গতকাল বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় বেশকিছু পণ্যবাহী ট্রাক চলাচল করেছে। তবে অভ্যন্তরীণ রুটে সিএনজি-অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। এদিকে আগের রাতে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের আসবাবপত্রসহ চালের টিন পুড়ে ছাই হয়ে গেছে। খাগড়াছড়ি :  খাগড়াছড়িতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সড়ক অবরোধে প্রথম দিনে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে ময়লা স্থান এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এর আগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অবরোধের সমর্থনে বিভিন্ন জায়গায় সড়কে আগুন, ইটপাটকেল ছুড়ে পিকেটিং করেছে বিএনপি নেতা-কর্মীরা। ভোরে মাটিরাঙ্গা বাজারে সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করে সমর্থকরা। এ ছাড়া শহরে চলাচল করেছে টমটম-ইজিবাইক ও মোটরসাইকেল। জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার পরিবহন। বন্ধ আছে অভ্যন্তরীণ সড়কের যান চলাচলও। কুমিল্লা : অবরোধ কর্মসূচির প্রথম দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সংবলিত ব্যানার টানিয়ে তালা ঝুলিয়ে দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে। তবে তালা ঝুলানোর কিছুক্ষণের মধ্যে প্রক্টরিয়াল বডি এসে প্রধান ফটকের তালা ভেঙে ফেলেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ঝুলিয়ে দেওয়ার পর প্রধান ফটকটি কিছুক্ষণ বন্ধ ছিল। পরে ফটকের তালা ভেঙে যাতায়াত ব্যবস্থার সুযোগ তৈরি করে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এরপর প্রধান ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস ভিতরে প্রবেশ করে। মৌলভীবাজার : মৌলভীবাজারে গাছ ফেলে মহাসড়কে পিকেটিং ও বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। কুড়িগ্রাম : কুড়িগ্রামে গতকাল অবরোধ ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকালে কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর থেকে শ্যালো নৌকা ও ফেরি চলাচল স্বাভাবিক ছিল জানা গেছে। কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে দেরিতে ছেড়ে গেছে ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস। তবে লোকাল ও দূরপাল্লার বাস চলাচল সকাল থেকে করেনি। যাত্রীরা অটোরিকশা বা সিএনজিতে দূরে চলাচল করেছেন। বগুড়া : বগুড়ায় ট্রাক, কাভার্ডভ্যানসহ যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল ৮টায় আটকে পরা যানবাহন পুলিশ প্রহরায় ঢাকামুখী চলাচলে সহযোগিতা করে। এ সময় ঢাকা-বগুড়া মহাসড়কের শহরতলির তেলিপুকুরে বিএনপি-জামায়াত, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা হঠাৎ করে হামলা করে ১০ থেকে ১২টি যানবাহন ভাঙচুর করে। এ সময় শিশুখাদ্য পরিবহনের একটি কাভার্টভ্যানের গ্লাস ভাঙচুর করে। কয়েকটি দূরপাল্লার ট্রাকও ভাঙচুর করা হয়। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ধাওয়া ও দুটি টিয়ার শেল ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ভোলা : ভোলার চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত পৌনে ১টার দিকে  চরফ্যাশন বাসস্টান্ড এর ভিতরে রাখা যমুনা এক্সপ্রেস নামের বাসটিতে আগুন দেওয়া হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। চট্টগ্রাম : বিএনপির ডাকা হরতাল ও অবরোধে মাঠে ছিলেন না চট্টগ্রাম বিএনপির সিনিয়র নেতারা। ফলে তৃণমূলের নেতা-কর্মী নির্ভর হয়ে পড়ে বিএনপির আন্দোলন। তারা ঝটিকা মিছিল, হঠাৎ হঠাৎ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান। নারায়ণগঞ্জ : সকালে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের শিংলাবো এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তাদের হাতে হাতে লাঠিসোঁটা দেখা গেছে। এদিকে সকাল থেকে যানবাহন চলাচল বাড়তে থাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। একই সঙ্গে যাত্রী উপস্থিতিও লক্ষ্য করা গেছে। সকালে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের মেঘনা থেকে কাঁচপুর ও ভুলতা গাউছিয়া পর্যন্ত আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিএনপির অবরোধের সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পিকেটারদের ছোড়া ইটের আঘাতে সিএনজিচালকসহ যাত্রীরা আহত হয়েছেন। গতকাল রাত ৮টার পর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মাওনা সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।নাটোর : অবরোধ কর্মসূচির প্রথমদিনে ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। সকাল সোয়া ৬টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের একডালা এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। তারা সড়কের ওপরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ করে। কুষ্টিয়া : অবরোধ কর্মসূচির প্রথম দিনে গতকাল কুষ্টিয়া অঞ্চলে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। পরিমাণে কম হলেও চলাচল করছে পণ্যবাহী ট্রাক। স্বাভাবিক ছিল ট্রেন চলাচল। আর পুলিশ পাহারায় সারা দেশে সরবরাহ করা হয়েছে চাল। মহাসড়কে বিপুল সংখ্যক তিন চাকার সিএনজি ও ব্যাটারিচালিত যানবাহন দেখা গেছে। বরিশাল : অবরোধ সমর্থনে বরিশালে পৃথক-বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল ও শ্রমিক দল। তবে এত অবরোধ কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি বরিশালে। স্থানীয় এবং দূরপাল্লা রুটে বাস ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। খুলনা : খুলনার রূপসার তালিমপুরে যাত্রীবাহী বাসে (খুলনা ব ৯১৭) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনতা পুলিশ ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সহায়তা করেন।

সর্বশেষ খবর