সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নেতা-কর্মী গ্রেফতারে উদ্বেগ ইইউর

কূটনৈতিক প্রতিবেদক

সাম্প্রতিক সময় বিএনপির ৮ হাজারের বেশি বিরোধী নেতা-কর্মী গ্রেফতার হয়েছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। এসব নেতা-কর্মীর বিরুদ্ধে হওয়া মামলায় ন্যায়বিচারও দাবি করেছেন তিনি। গতকাল সামাজিক যোগাযোগ এক্সে এক পোস্টে তিনি এ আহ্বান জানিয়েছেন। জোসেপ বোরেল লিখেছেন, বাংলাদেশে ৮ হাজারের বেশি বিরোধী নেতা-কর্মী গ্রেফতারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।

সর্বশেষ খবর