মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঢাকায় স্বাভাবিক হচ্ছে যান চলাচল

অবরোধে আরও ১৮ গাড়িতে আগুন, চলছে না দূরপাল্লার বাস

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় স্বাভাবিক হচ্ছে যান চলাচল

রাজধানীর গুলিস্তানে গতকাল দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় -বাংলাদেশ প্রতিদিন

বিএনপির ডাকা দ্বিতীয়বারের অবরোধ কর্মসূচির শেষ দিন ছিল গতকাল। প্রথম দিন রবিবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শুরু হয়। শেষ হচ্ছে আজ মঙ্গলবার ভোর ৬টায়। এ অবরোধে সমর্থন জানিয়ে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এ কর্মসূচি পালন করেছে। এদিকে জামায়াতে ইসলামীও আলাদা করে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

গতকাল গাজীপুরে বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বগুড়ায় মহাসড়কে একটি লরিতে অগ্নিসংযোগ করা করা হয়। তবে গতকাল অবরোধেও ঢাকায় যান চলাচল স্বাভাবিক ছিল, অবশ্য যাত্রী সংখ্যা ছিল কম। এ ছাড়া দূরপাল্লার কোনো পরিবহন চলাচল করতে দেখা যায়নি। দুপুর ২টায় গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা পুলিশের সহযোগিতায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। দুপুরে রাজধানীর পুরানা পল্টন, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে গণ অধিকার পরিষদ (একাংশ), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও এবি পার্টির নেতা-কর্মীরা। জাতীয় প্রেস ক্লাব, পুরানা পল্টন, বিজয়নগর পানির ট্যাংক ও নাইটিঙ্গেল মোড় এলাকায় পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক উপস্থিতি থাকলেও এসব কর্মসূচিতে তাদের বাধা দিতে দেখা যায়নি। এদিকে বিকাল সোয়া ৫টায় মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের একটি দোতলা বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাসুক মিয়া বলেন, মিরপুর ১০ নম্বর এলাকা থেকে পল্লবী যাওয়ার পথে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসের দ্বিতীয় তলার দুটি আসন পুড়ে গেছে। এতে কেউ হতাহত হননি। রাতে খিলক্ষেতে আগুন দেওয়া হয় আরেকটি বাসে। উল্লেখ্য, অবরোধের শুরুর দিন রবিবার ভোর ৪টা থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত ৩০ ঘণ্টায় মোট ১৮টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সফিপুর এলাকায় পেট্রল ঢেলে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসচালক ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানার শ্রমিক আনতে কেপি পরিবহনের একটি বাস গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় যাচ্ছিল। একপর্যায়ে সফিপুর বাজার এলাকায় পৌঁছালে অন্য একটি বাসের কারণে চালক তার বাসের গতি কমায়। এ সময় চার থেকে পাঁচজন যুবক দৌড়ে বাসে ওঠে। পরে তারা গাড়িতে পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। বেলা ১১টায় বগুড়ার শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ীতে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা পানিবাহী লরিতে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে। কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম লিমিটেড (সিপিসিএল) কন্সট্রাকশনের একটি লরি ওই মহাসড়কে পানি দিয়ে কিউরিংয়ের কাজ করছিল। ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত এসে লরিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। বিএনপি ও জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে বেড়েছে গণপরিবহন চলাচল। তবে চলতে দেখা যায়নি দূরপাল্লার বাস। গতকাল সকালে গাবতলী, টেকনিক্যাল এলাকা ঘুরে দেখা গেছে, আন্তজেলা ও রাজধানীর অভ্যন্তরে চলা গণপরিবহন যেমন বেড়েছে, তেমনি চলাচল বাড়ে ব্যক্তিগত যানবাহনও। গাবতলীর পর্বত সিগন্যাল, গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল ও মাজার রোড সিগন্যাল মোড়ে তিনটি পৃথক শান্তি ও উন্নয়ন সমাবেশের মঞ্চ সাজায় স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রমিকরা জানান, মালিক ও পরিবহন শ্রমিক নেতাদের পক্ষ থেকে বাস চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যে কারণে বেড়েছে যানবাহন। জানতে চাইলে ডিএমপির দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ বলেন, অবরোধে পিকেটিং নেই গাবতলীতে। ট্র্যাফিক সদস্যরা সড়কে শৃঙ্খলায় কাজ করছেন। যানবাহন চলাচল বেড়েছে। অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সে জন্য পুলিশও সতর্ক অবস্থায় আছে। এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের নিচতলায় ১১০৬ নম্বর রুমের টয়লেটে টেপ মোড়ানো ককটেল সদৃশ দুটি বস্তু পাওয়া যায়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসে। এরপর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তু দুটি উদ্ধার করে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যায়। বিএনপি দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তাদের ২৭৫ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ১০টি। এতে আসামি করা হয়েছে ৯৯৫ জনের বেশি নেতা-কর্মীকে। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল পর্যন্ত ৮ হাজার ৪৫৫ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ১৩২টির বেশি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, রাজধানীতে ২৮ অক্টোবর থেকে রবিবার পর্যন্ত ১ হাজার ৫৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে মোট মামলা হয়েছে ১০২টি।

আরও খবর : বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করেছেন বিএনপির নেতা-কর্মীরা। ঢাকা-ময়মনসিংহ রেলপথের টঙ্গী-জয়দেবপুর স্টেশনের মাঝামাঝি সামান্তপুর এলাকায় ভোরে রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত-শিবিরের কর্মীরা। ঝালকাঠিতে অবরোধের সমর্থনে বিএনপি পিকেটিং করলেও সাধারণ মানুষের মাঝে তা তেমন কোনো প্রভাব ফেলেনি। গাজীপুরে অনেকটা নিরুত্তাপভাবে শেষ হয় কর্মসূচি। রাজশাহীতে পেট্রল বোমা ছুড়ে ট্রাকে আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। ময়মনসিংহে অবরোধের সমর্থনে মিছিল করেছে যুবদল ও ছাত্রদল। কালিয়াকৈরে (গাজীপুর) ভোরবেলায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফেনীতে সিএনজিতে আগুন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ছাড়া অবরোধকারীরা কয়েকটি ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি ভাঙচুর এবং চালকদের মারধর করেছে। চট্টগ্রামের বিভিন্ন স্থানে মিছিল, পিকেটিং করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তারা দুটি বাস, একটি সিএনজিতে অগ্নিসংযোগ করে। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের ফটকগুলোতে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদলের নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ঝুলিয়ে দেওয়ার পর প্রধান ফটকটি কিছুক্ষণ বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ৭টার দিকে ফটকের তালা ভেঙে শিক্ষার্থীদের চলাচলের ব্যবস্থা করা হয়। এ ছাড়া বগুড়ায় সকাল ১১টায় শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ীতে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচির নামে পানিবাহী ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে দুষ্কৃতকারীরা। বরিশালে অবরোধের সমর্থনে ছাত্রদল ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে।

 

সর্বশেষ খবর