মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
বাংলাদেশকে নয়

ওয়ালমার্টকেই পোশাক ফেরত নিতে বলেছে কানাডা

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক চেইনশপ ওয়ালমার্টকে বাংলাদেশে তৈরি জর্জ ব্র্যান্ডের ২ লাখ ১৬ হাজারের বেশি পোশাক ক্রেতাদের কাছ থেকে ফেরত নিতে বলেছে কানাডা সরকার। কারণ হিসেবে বলা হয়েছে, এ পোশাক পরলে দম বন্ধ হওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

জানা গেছে, পোশাকগুলো বাংলাদেশের কারখানায় তৈরি হলেও পরিপূর্ণ পরীক্ষানিরীক্ষা করেই কিনেছে ওয়ালমার্ট। প্রস্তুতকারকদের কোনো ভুল নেই। সুতরাং বাংলাদেশের পোশাক নিষিদ্ধ করা হচ্ছে বা ফেরত দেওয়া হচ্ছে, এমন ধারণা একেবারেই অমূলক। যে কোনো বৈধ কারণে পণ্য প্রত্যাহার করা একটি প্রচলিত চর্চা। পৃথিবীর বিভিন্ন দেশে এমন শত শত প্রত্যাহারের ঘটনা আছে। বিষয়টি নিয়ে বাংলাদেশের নাগরিকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, বাংলাদেশের পোশাক ফেরত দিচ্ছে ১২ দেশ। পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিষয়টি পরিষ্কার করে বলেছে, প্রায় ১২টি দেশ বাংলাদেশের তৈরি পোশাক প্রত্যাহার করছে বলে যে দাবি করা হচ্ছে, সে বিষয়ে কোনো সাক্ষ্য-প্রমাণও তারা খুঁজে পায়নি। তবে কানাডার বিষয়ে তারা বলছে, কানাডা সরকার ওইসব পোশাক ওয়ালমার্টকে ফেরত নিতে বলেছে, বাংলাদেশকে নয়। একটি দৈনিকে সংবাদ প্রকাশের পর এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সমিতি বলেছে, স্বাস্থ্যগত কিছু ঝুঁকির কারণে পণ্যগুলো প্রত্যাহার করা হয়েছে, যা বাংলাদেশি প্রস্তুতকারকদের ভুল নয়। বিজিএমইএ’র বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে তৈরি প্রতিটি পণ্য অবশ্যই একটি কঠোর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া অনুসরণ এবং ভোক্তাদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য ল্যাব পরীক্ষার মধ্য দিয়ে যায়। সমস্ত রপ্তানিযোগ্য পণ্যকে অবশ্যই ক্রেতাদের মান ও রপ্তানি বাজারের জন্য প্রাসঙ্গিক আইনের শর্ত পূরণ করতে হয়। ভোক্তাদের স্বাস্থ্যগত নিরাপত্তার শর্ত পূরণে ব্যর্থ যে কোনো পণ্য সাধারণত ক্রেতাদের দ্বারা প্রত্যাখান করা হয়। তাই ‘বাংলাদেশে তৈরি পোশাক উল্লিখিত দেশগুলোয় নিষিদ্ধ’-এর মতো যে কোনো অপব্যাখ্যা সত্যের অপলাপ মাত্র।

সর্বশেষ খবর