মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএনপি আগুন নিয়ে নেমেছে, পাহারায় থাকতে হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের নেত্রী তার নির্বাচনি জনসভা সিলেট থেকে শুরু করবেন। সিলেটের মানুষ বঙ্গবন্ধু ও আমাদের নেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিলেটের স্থানীয় জনগণকে আমন্ত্রণ জানিয়ে তিনি এ কথা বলেন। বিরোধী দলের ৮ হাজার নেতা-কর্মী গ্রেফতারের বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের উদ্বেগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তারা আমাদের বন্ধু, আমরা তাদের বক্তব্যের নিন্দা জানাতে পারি না। তবে তাদের তথ্যে ঘাটতি আছে। আশা করি, তারা খোঁজ-খবর নিয়ে বক্তব্য দেবেন এবং বক্তব্যে সংশোধন আনবেন। আমরা তাদের সঙ্গে ঝগড়ায় জড়াতে চাই না। আমরা বাংলাদেশেও ঝগড়া চাই না। ওবায়দুল কাদের বলেন, আগুন-সন্ত্রাসসহ দেশের মধ্যে প্রপাগান্ডা ছড়ানোর নির্দেশনা দেওয়ার অপরাধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। তাকে ফিরিয়ে আনার কাজ চলমান আছে। তিনি আরও বলেন, বিএনপি এখন চোরাগোপ্তা হামলা শুরু করেছে। নির্বাচন পর্যন্ত আমাদের মাঠে সতর্ক পাহারায় থাকতে হবে। যারা আগুন সন্ত্রাস করে তাদেরকে গ্রেফতারের আওতায় এনে বিচার করতে হবে। তবে খেয়াল রাখতে হবে নিরপরাধ মানুষকে যেন গ্রেফতার করা না হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের দ্রব্যমূল্য পরিস্থিতির কারণে মানুষ কষ্ট পাচ্ছেন। এই দুঃসময়ে মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো আমাদের দেশের একটি রাজনৈতিক দল আন্দোলন করছে, আগুন সন্ত্রাস করছে। দলটি ব্যর্থ হয়ে বারবার অতীতের মতো আগুন সন্ত্রাস করেছে। দেশের জন্য এ দলটির সামান্যতম ভালোবাসা নেই। তাদের উদ্দেশ্য যে কোনো উপায় ক্ষমতায় গিয়ে লুটপাট করা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।

সর্বশেষ খবর