মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আজ পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত হতে পারে

নিজস্ব প্রতিবেদক

শ্রমিকদের আন্দোলনের মুখে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে সরকার ও মালিক পক্ষ। আজ বেলা ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ঢাকার সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠেয় এই সভায়ই পোশাক শ্রমিকের মজুরির বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা বেশ কিছুদিন ধরে ঢাকার মিরপুর ও আশুলিয়া এবং গাজীপুর শিল্পাঞ্চলে আন্দোলন করে আসছে। পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত ২২ অক্টোবর বোর্ডের চতুর্থ সভায় শ্রমিক পক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দেন। এর বিপরীতে মালিক পক্ষ মজুরি প্রস্তাব দেয় ১০ হাজার ৪০০ টাকা, অর্থাৎ প্রায় অর্ধেক। মালিকপক্ষের এই মজুরি প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা পরদিন থেকে আন্দোলনে নামেন। প্রথমে গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু হলেও পরে তা আশুলিয়া, সাভার ও ঢাকায়ও ছড়ায়।

সর্বশেষ খবর