বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আজ থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

খিলগাঁওয়ে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষে ২৪ ঘণ্টা বিরতির পর আবারও ৪৮ ঘণ্টা অবরোধ ডেকেছে বিএনপি। আজ ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে তৃতীয় দফার এ অবরোধ। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন। এদিকে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোও  একই কর্মসূচি ঘোষণা করেছে। ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা ও প- করা, হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অবরোধের কর্মসূচি দেওয়া হয়। ২৮ অক্টোবরের সংঘর্ষের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া গ্রেফতার অভিযানের মুখে আত্মগোপনে আছেন বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা। এই পরিস্থিতির মধ্যে বিএনপি এবার গতকাল ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে কোনো কর্মসূচি পালন করেনি। রিজভী জানান, দলীয় কার্যালয় তালাবদ্ধ, নেতা-কর্মীদের অব্যাহত গ্রেফতারসহ উদ্ভূত পরিস্থিতির কারণে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবসের কর্মসূচি স্থগিত করা হয়েছে। ৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি নেতা-কর্মী ও দেশবাসীকে সর্বাত্মকভাবে তা পালন করার আহ্বান জানান রিজভী। একই সঙ্গে তিনি এত গ্রেফতার, হামলার মধ্যেও ‘সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করায়’ দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

খিলগাঁওয়ে বাসে আগুন : বিএনপির তৃতীয় দফা অবরোধ শুরুর আগের রাতে গতকাল রাজধানীর খিলগাঁও আনসার ক্যাম্পের পাশে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সদর দফতর জানিয়েছে, রাত ১১টা ৩ মিনিটে এ ঘটনা ঘটে। বাসটি সেখানে পার্ক করা ছিল। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সর্বশেষ খবর